নানা আয়োজনে কবি গুরুর রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মদিন পালন
এম ওয়াজেদালী স্টাফ রিপোর্টারঃ
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন, যশোর আয়োজন করে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ সোমবার (৮ মে) সকালে বাংলাদেশ শিশু একাডেমী যশোর প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ তমিজুল ইসলাম খান জেলা প্রশাসক যশোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএসএ সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব হারুন অর রশীদ ও জনাব দীপংকর দাস রতন এবং বাসস ও বাংলাদেশ বেতার, যশোরের প্রতিনিধ জনাব সাজ্জাদ গণি খান রিমন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক জনাব তমিজুল
ইসলাম খান বলেন,একজন প্রকৃত মানুষ হয়ে গড়ে উঠতে শিশুদের বেশি বেশি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য পড়তে হবে। সময় দাবি করছে বিশ্বমানের বাঙালি মানুষ, আর রবীন্দ্রনাথের সাহিত্য থেকেই আমরা পূর্ণাঙ্গ মানুষ হওয়ার অনুপ্ররণা পাই।
সবশেষে তিনি রচনা ও আবৃত্তি প্রতিযোগীতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন।