মুহাঃ মোশাররফ হোসেন
রহমাতুল্লিল আলামীন আরবের সেই ফুল,
নাম শুনিলে প্রানে চাহে মোহাম্মদ রাসুল।
আরবের সেই ফুল (২বার)
যার জন্যে নিশ্বের মুসলিম সালাম দিতে ছুটে চলে
আরবের সেই মদীনার রাসুলেরই রওজায়,
সে যে মোদের প্রানের নবী মোহাম্মদ রাসুল,
আরবের সেই ফুল,
রহমাতুল্লিল আলামীন আরবের সেই ফুল,
নাম শুনিলে প্রানে চাহে মোহাম্মদ রাসুল।
যাহার সৃষ্টি না হলে কুল মাখলুকাত কিছুই সৃষ্টি হতো না,
এই নবীর নামে দুরুদ না পড়িলে রোজ হাশরে কেহ শাফায়াত পাইবা না,
সে যে মোদের প্রানের নবী মোহাম্মদ রাসুল,
আরবের সেই ফুল।
রহমাতুল্লিল আলামীন আরবের সেই ফুল,
নাম শুনিলে প্রানে চাহে মোহাম্মদ রাসুল।
যাহার কারনে মোরা শ্রেষ্ঠ উম্মত বানাইছে আল্লাহ,
রোজ হাশরে একমাত্র শুপারিশ করবেন মোদের প্রিয় নবী,
শুপারিশের জন্য হাজির হবেন সামনে থাকবেন আল্লাহর ঐ মিজানের পাল্লা।
সেখানে আর কেহ পাবেন না শুপারিশ করতে,
পাবেন শুধু এই রাসুল,
সে যে মোদের প্রানের নবী মোহাম্মদ রাসুল,
আরবের সেই ফুল।
রহমাতুল্লিল আলামীন আরবের সেই ফুল,
নাম শুনিলে প্রানে চাহে মোহাম্মদ রাসুল।
যে নবী না হলে মোরা কুর-আন পেতাম না,
যে কুরআন না হলে মোরা সঠিক ভালো-মন্দ কিছুই বুঝতাম না।
সে যে মোদের প্রানের নবী মোহাম্মদ রাসুল,
আরবের সেই ফুল।
রহমাতুল্লিল আলামীন আরবের সেই ফুল,
নাম শুনিলে প্রানে চাহে মোহাম্মদ রাসুল।
সৌভাগ্য মোদের হয়েছি সৃষ্টি উম্মতি মোহাম্মদী,
যার গুনগান করে শেষ হবেনা মোরা উম্মতি,
যাহার সৃষ্টিতে আরবের প্রান্তে ফুটলো যে ফুল,
সে যে মোদের প্রানের নবী মোহাম্মদ রাসুল,
আরবের সেই ফুল।
রহমাতুল্লিল আলামীন আরবের সেই ফুল,
নাম শুনিলে প্রানে চাহে মোহাম্মদ রাসুল। (২বার)