নবীগঞ্জে হাসিনার  বিচারের দাবিতে বিএনপির  বিক্ষোভ মিছিল ও অবস্থান 

লেখক: Rakib hossain
প্রকাশ: 4 months ago

নবীগঞ্জ স্টাফ রিপোর্টার:
ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনা ও তার দোসরদের বিচারের দাবীতে হবিগঞ্জের নবীগঞ্জ শহরে অবস্থান কর্মসূচী ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।
উক্ত বিক্ষোভ মিছিল এ স্লোগান দেন ৫ তারিখ খবর এলো শেখ হাসিনা পালিয়ে গোলো,  জিয়ার সৈনিক এক হও লড়াই করো,  খালেদা জিয়ার ভয় নাই রাজপথ চারি নাই,  তারেখ রহমান বীরএর দেশে আসবে ফিরে বাংলাদেশ এ,  ছি ছি হাসিনা লজ্জা বাঁচিনা, আমার ভাই এর রক্ত বিধা দিতে দিবোনা ইত্যাদি।
বৃহস্পতিবার বেলা ২/৩০ মিনিটের সময়  নবীগঞ্জ শহরে বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন সাবেক আহবায়ক নবীগঞ্জ সরকারী কলেজ ছাত্রদল এবং সদস্য হবিগঞ্জ জেলা যুবদল অলিউর রহমান অলি,  নবীগঞ্জ  উপজেলা ছাত্রদল এর সিনিয়র সদস্য  জামিল আহমেদ, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দল ২ নং পুর্ব বড় ভাইকৈর ইউপির যুগ্ম আহবায়ক শাহ আলম, জাতীয়তাবাদী ছাত্রদল ৬নং কুর্শি ইউপির সিনিয়র সহ সভাপতি নাদিম আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল এর সদস্য সচিব সৈয়দ শিহাব আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল অন্যতম সদস্য মো তায়েম চৌধুরী, নবীগঞ্জ ছাত্রদলের বিপ্লবী আহবায়ক হোসাইন তালুকদার,  নবীগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক সোহাগ চৌধুরী, নবীগঞ্জ ছাত্রদলের যুগ্ম  আহবায়ক মোঃ ফেরদৌস আহমেদ অনিক, মিনাল,  আলমগীর,  জাহিনুর আলম, মোঃ আবির আহমেদ, মোঃ দোলন মিয়া, মোঃ রেজাউল আহমেদ প্রমুখ সহ নবীগঞ্জ উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন এর নেতৃবৃন্দ।
কর্মসূচী ও বিক্ষোভ মিছিল এ বক্তব্য রাখেন অলিউর রহমান অলি বলেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় সারা বাংলাদেশের আওয়ামীলীগ,  ছাত্রলীগ, যুবলীগ,  কৃষকলীগ সহ অনেকেই হাহাকার  করে রাস্তা ঘাঠে কাঁদতেছে বলে জানান তিনি।
উক্ত গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল দোয়া ও মোনাজাত এর মাধ্যমে সমাপ্তি হয়।
error: Content is protected !!