"গাছে গাছে ভরবো দেশ, আসবে দেশে সবুজ ছায়ার পরিবেশ" এ শ্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন' ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে 'র উদ্যোগে ভুবিরবাক-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় এই ফলজ গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলার কুর্শি ইউপির ৪নং ওয়ার্ডের মেম্বার গোলাম হোসেন রাজু'র সভাপতিত্বে তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা পান্না বেগম, ইন্সপায়ার ফাউন্ডেশনের প্রতিনিধি বুলবুল আহমেদ, আশিকুর রহমান চৌধুরী, লোকমান হোসেন লক্কু, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শেখ ছইফা রহমান কাকলী, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ গোলাম রব্বানী, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সেক্রেটারী শামীম আহমেদ, উপজেলা সহকারী শিক্ষক সমাজের সেক্রেটারি মোঃ আব্দুল মজিদ, অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল চন্দ্র গোপ, সাংবাদিক ও গীতিকার এম মুজিবুর রহমান, সাংবাদিক সেলিম উদ্দিন, সাংবাদিক মজিবুর রহমান ভূইয়া, সহকারী শিক্ষিকা কনিকা সূত্রধর, অভিভাবক মোঃ ফজলু মিয়া, ছনর মিয়া, ফজলুর রহমান চৌধুরী, জাকারিয়া মিয়া, মোতাহার মিয়া, আতিকুর রহমান প্রমুখ।
সংগঠনটির উদ্যোগে এবছর হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ৩ টি প্রাথমিক, ২ টি উচ্চ বিদ্যালয়, ১টি মসজিদ ও ১টি মাদ্রাসা সহ প্রায় ৬ হাজার বনজ ও ফলজ গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।
গাছ পেয়ে খুশি হয়ে শিক্ষার্থীরা বলেন, এই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু, আমরা এই গাছ রোপন করে পরিচর্যা করবো। গাছ বড় হয়ে আমাদের অক্সিজেনসহ ফল ফুল দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে।
বৃক্ষরোপণের এই উদ্যেগকে স্বাগত জানিয়ে ভুবিরবাক-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বেগম বলেন, ইন্সপায়ার ফাউন্ডেশন কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সময়োপযোগী উদ্যেগ গ্রহন করার জন্য, বায়ুমন্ডলে প্রতিনিয়ত যে পরিমাণ উত্তাপ বাড়তেছে এতে বৃক্ষ রোপণের কোন বিকল্প নাই। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ।
ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে'র পক্ষে তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সোহেল আহমদ বলেন, এ সংগঠনের প্রতিটি সদস্যদের স্বপ্ন ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা যেন বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে বেশি সচেতন থাকে এই কারনেই আমরা বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও পরিচর্যা সম্পর্কে ধারনা প্রদান করেছি।
তিনি আরও বলেন, "পরিবেশের ভারসাম্য ও অক্সিজেনের কথা চিন্তা করে ইন্সপায়ার ফাউন্ডেশন ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচি শুরু করে। তারই ধারাবাহিকতায় আজ ভুবিরবাক-১ সরকারি প্রাথমিক বিদ্যালয় এ ছাত্রছাত্রীদের মাঝে বৃক্ষ রোপণের জন্য ফলজ গাছের চারা বিতরণ করা হয়। আগামীতে ও গাছের চারা বিতরণের ধারাবাহিকতা সহ এলাকায় উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হবে।
এসব ফলজ গাছের চারা হাতে পেয়ে কোমলমতি ছাত্র-ছাত্রীরা অত্যন্ত খুশী হয় এবং তাদের চোখে-মুখে ফুটে ওঠে অদূর ভবিষ্যতে সবুজ বাংলাদেশ গড়ার এক দৃঢ় প্রত্যয়।
উল্লেখ্য অষ্টগ্রাম উচ্চ বিদ্যালয় (বাজকাশারা), ভুবিরবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়, তাহিরপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সৈয়দ আজিজ হাবিব উচ্চ বিদ্যালয় (বাংলা বাজার), বাজকাশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধারাবাহিকতায় আজ ভুবিরবাক-১ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকে 'র পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।