নতুন দিনের শপথ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

নতুন দিনের শপথ

মোঃ মিজানুর রহমান কাব্য

নববর্ষের প্রথম দিনে এই করেছি পণ,
গরিব দুঃখীর মাঝে দেবো কষ্টের শত ধন।
দূর্নীতি আর অন্যায় দেখলে করবো সদা রণ,
মহান রবের দয়ায় যেনো কাটে ভালো ক্ষণ।

তেইশের পর চব্বিশ এলো পেলাম নতুন সাল,
হিংসা বিদ্বেষ ভুলে সবাই উড়াই শান্তির পাল।
উদারতার মহাৎ গুন হোক চলার পথের ঢাল,
ভালোবাসার প্রীতির বাধণ থাকুক চিরকাল।

ধর্ম বর্ণের নেই ভেদাভেদ সবাই মানুষ ভাই,
সবার ওপর মানুষ বড় তাহার ওপর নাই।
নতুন সালে সোনার মানুষ বঙ্গদেশে চাই,
কোমল মনের মানুষ হয়ে নেবো মনে ঠাঁই।

উদম দেহে কোনো মানুষ কাটাবে না রাত,
নতুন সালে শপথ করি থাকবো দুখীর সাথ।
অনাহারীর মুখে দেবো আমার থালার ভাত,
মিলেমিশে থাকবো বঙ্গে রেখে হাতে হাত।

ছত্রিশ কোটি হাতের দ্বারা করবো সবাই কাজ,
উন্নয়নে ভেসে যাবে উঠবে মাথায় তাজ।
ছোট বড় কাজের মাঝে নেই তো কোনো লাজ,
মহান রবের দয়া যেনো থাকে বঙ্গের মাঝ।

error: Content is protected !!