নড়াগাতী পূর্ব শত্রুতার জের দোকান অগ্নিসংযোগ ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 months ago

স্টাফ রিপোর্টারঃ 

নড়াইল জেলার নড়াগাতী থানার খামার গ্রামের মৃত্য আব্দুল ওহাব শেখের ছেলে বিপুল শেখের সাথে পূর্ব শত্রুতার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একটি মুদি দোকানে অগ্নিসংযোগ হামলা ভাঙচুর ও লুটপাট করার অভিযোগ উঠেছে এলাকার কিছু সন্ত্রাসীদের বিরুদ্ধে।

৭ আগস্ট আনুমানিক রাত ৮টার দিকে পারোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

অভিযোগ সুত্রে জানা যায় গত ৭ আগস্ট রাত ৮ টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে পারোখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে জামাল শিকদার (২২), তানভীর শিকদার (২৫), মামুন শিকদার (৩০), শহীদ শিকদার (৫০), আশরাফুল মুন্সী (৪৫), ফিরোজ মুন্সী (৩৭), মামুন মুন্সী (২৮), মুন্না মুন্সী (২২), তুষার চৌহদ্দী (২২), ইউসুফ মোল্লা (৪৫), গনি মোল্লা (৩৯), আব্দুর রহমান (৩৫), আজম মোল্লা (৩২), হজরত মোল্লা (২৮), নয়ন মোল্লা (২৪), তারা শিকদার (৩২), আজগর শিকদার (২৫), ও ফরহাদ শিকদাররা

বিপুল শেখের উপর আতর্কিত হামলা করেন। তানভীর শিকদারের হাতে থাকা ঝুপি দিয়ে ডান পায়ে ও হাতে কোপ দেয় এবং আমার দোকান সহ পাশে থাকা আরো দুটি দোকান ভাঙচুর করে সুযোগ বুঝে আমি নিরাপদ দূরত্বে পালিয়ে যাই।

পরবর্তিতে স্থানীয় লোকজন আমাকে চিকিৎসার জন্য তেরখাদার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

একই রাতে সন্ত্রাসী গ্রুপ পুনরায় আনুমানিক রাত ১টা ৪০ মিনিটের দিকে আমার দোকানের মালামাল লুটপাট ও দোকানে থাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায় এবং দোকানে আগুন ধরিয়ে দেয় এতে আমার দোকানে থাকা একটি ফ্রিজ সহ অন্যান্য মালামাল পুড়ে যায় যার আনুমানিক ক্ষতির পরিমাণ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা।

এ বিষয়ে এলাকাবাসীর সাথে কথা হলে তারা জানান দোকান ভাঙচুর লুটপাট ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা আমরা দেখছি। ভুক্তভোগী বলেন আমি নড়াগাতী থানায় একটি এজাহার দায়ের করেছি, এই অগ্নিসংযোগ লুটপাট ভাঙচুর ও আমাকে আহত করার বিচার চাই। এছাড়াও আমার নগদ টাকা এবং যে ক্ষতি তারা করেছে আমি তার ক্ষতি পূরণ চাই।

error: Content is protected !!