নড়াগাতীতে চাচাতো ভাইয়ের দায়ের কোপে পঙ্গুত্বের শিকার সুশান্ত বাড়ৈ

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

স্টাফ রিপোর্টার:

নড়াইলের নড়াগাতী থানার নড়াগাতী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সুশান্ত বাড়ৈ নামে এক ব্যক্তিকে কুপিয়ে মেরুদন্ডের হাড় কেটে গুরুতর জখম করেছে আপন চাচাত ভাই হৃদয় বাড়ৈ । বিগত জুন মাসের ২৪ তারিখ বিকাল সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ীতে এ হামলার শিকার হন তিনি।

এ ঘটনায় ১৭ই জুলাই (সোমবার) চলাচলে অক্ষম সুশান্ত বাড়ৈ অ্যাম্বুলেন্সে করে নাড়াগাতী থানায় আসে নিজে বাদী হয়ে ইকরাম লস্কর, হৃদয় বাড়ৈ ও তার পিতা ভগিরত বাড়ৈকে আসামী করে তার ভগ্নিপতির মাধ্যমে নড়াগাতী থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছেন। সুশান্ত বাড়ৈ ওই গ্রামের মৃত চিত্ত রঞ্জন বাড়ৈর ছেলে।

এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন হৃদয় বাড়ৈ এর পিতা ভগিরত বাড়ৈ(৫২) ও একই গ্রামের মৃত খোকা লস্করের ছেলে ইকরাম লস্করও সুশান্তকে মৃত্যু নিশ্চিত করতে বেধড়ক মারপিট করে। অতঃপর দৌড়ে ঘরে উঠতে গেলে হৃদয় রামদা দিয়ে কুপিয়ে মেরুদণ্ডের হাড় কেটে ফেললে মাটিতে লুটিয়ে পড়ে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন এসে সুশান্তকে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা প্রেরন করেন।চিকিৎসকরা জানিয়েছেন তার মেরুদণ্ডের হাড় ও নার্ভ কেটে যাওয়ায় শরীরের নীচের অংশ অবস হয়ে গেছে। অভিযুক্তদের গ্রেফতার পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।

 

সুশান্তের মা পুতুল রানী জানান ঘটনার দিন দুপুরে গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুভাইয়ের মধ্যে ঝগড়া হয়। ওই দিনই বিকাল ৫ টার দিকে ইকরাম লস্কর এসে সুকান্তকে এলোপাতাড়ি চড় থাপ্পড় মারতে থাকে। এ সময় নিজেকে বাঁচাতে ঘরে উঠতে গেলে হৃদয় রামদা দিয়ে কুপিয়ে ফেলে দেয়। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানানা, দীর্ঘদিন যাবত হৃদয়দের পরিবারের সাথে ইকরামের একটা নিবিড় সম্পর্ক রয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ বলেন, এজাহার পেয়েছি। মামলাও রেকর্ড হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

error: Content is protected !!