স্টাফ রিপোর্টার ঃ
নড়াইলের কালিয়া উপজেলার মাউলী ইউনিয়নের তেলিডাংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমিনুর খাকী নামে এক যুবলীগ নেতাকে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত যুবলীগ নেতা ঐ ইউনিয়নের যুবলীগের দপ্তর সম্পাদক ও মৃত আঃ রহমান খাকীর পুত্র। তিনি পেশায় একজন পল্লী চিকিৎসক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তেলিডাংগা গ্রামের গফফার শেখের সাথে নিহত আমিনুর খাকী গ্রুপের লোকজনের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এর জের ধরে শুক্রবার (১২ই মে) সকালে তেলিডাংগা গ্রামের নিহত আমিনুর খাকী তার নিজের কর্মস্থল পার্শ্ববর্তী চান্দেরচর বাজারে যাওয়ার পথে সিদ্দিক শেখের বাড়ির সামনে থেকে এলোপাতাড়ি মেরে দুই হাত ও পা ভেঙ্গে দেয় প্রতিপক্ষের লোকজন।
পরে আহতকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পর তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের পরিবারের এ নেমে এসেছে শোকের ছায়া।
হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।
এ ঘটনায় নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, তেলিডাংগা গ্রামে নিহত আমিনুর খাকি ও গফফার শেখের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব চলে আসছিল আজকে সকালে আমিনুর খাকীকে একা পেয়ে গফফার শেখের লোকজন এলোপাতাড়ি মারধর করে।
পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়।
এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক। এ ঘটনায় কয়েকজনের নাম আমরা জানতে পেরেছি তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ তৎপর রয়েছে।