নড়াইল সদর শেখহাটি ইউনিয়নে পানিতে ডুবে দুই শিশু সন্তানের করুন মৃত্যু

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ভৈরব নদীতে ডুবে আপন চাচাতো দুই ভাইয়ের করুন মৃত্যু হয়েছে।
৬ এপ্রিল (বৃহস্পতিবার) সন্ধ্যায় ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে আইয়ান ফকির ৩ বছর এবং আড়াই বছরের তাহসিন ফকিরের মরদেহ উদ্ধার করা হয়। সম্পর্কে তারা আপন চাচাতো ভাই।
আইয়ান আফরা গ্রামের দবির ফকিরের ছেলে এবং তাহসিন একই গ্রামের সুলতান ফকিরের ছেলে। এ দুর্ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই শিশু সন্তান বাড়ির পাশের ভৈরব নদীর পাড়ে খেলা করছিল। ইফতারের আগে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে। এক পর্যায়ে সন্ধ্যায় আইয়ান ও তাহসিনের মরদেহ নদীতে ভাসতে দেখে স্থানীয় প্রতিবেশিরা।
শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন জানান, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বৃহস্পতিবার ওইদিন রাতেই ১১টার দিকে তাদের দাফন করা হয়।
error: Content is protected !!