নড়াইল সদর নুনক্ষীর গ্রাম থেকে মেছো বাঘ উদ্ধার

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের পার্শ্ববর্তী নুনক্ষরী গ্রাম থেকে বিশাল আকৃতির মেছবাঘ উদ্ধার করা হয়েছে। ১৫ জানুয়ারি সোমবার দুপুরের দিকে পৌরসভার শেষ প্রান্ত পার্শ্ববর্তী মুলিয়া ইউনিয়নের নুনক্ষীর গ্রামের শাহাবুদ্দিনের বাড়ির নির্মাণাধীন বাথরুমের গর্ত থেকে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মী দের সহায়তায় ও নড়াইল বন বিভাগের কর্মী দের উপস্থিতি তে এই বিশাল আকৃতির মেছো বাঘটি উদ্ধার করা হয়। এ বিষয়ে খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট মোহাম্মদ শাহিন বলেন, নড়াইল বন বিভাগের মাধ্যমে খবর পেয়ে আমরা মেছো বাঘকে উদ্ধার করি। তবে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের হিসেবে এই প্রাণিটিকে মেছো বিড়াল বলা হয়। প্রাণীটি সবার কাছে মেছো বাঘ হিসেবে পরিচিত। প্রাণীটি বর্তমানে আমাদের পুর্নবাসন কেন্দ্রে সংরক্ষিত আছে। তাকে সুস্থ করে সুন্দরবনে অবমুক্ত করা হবে।মোহাম্মদ শাহিন আরও বলেন, বন্যপ্রাণী সংরক্ষণসহ প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মেছো বিড়াল বা মেছো বাঘসহ যে কোনো ধরনের বন্যপ্রাণী লোকালয়ে দেখলে আমাদের জানাবেন। কেউ কোনো প্রাণীকে আটকে রাখা বা হত্যা করবেন না। তাহলে অপরাধে জড়িয়ে পড়বেন।এসময় উপস্থিত ছিলেন- নড়াইল বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশিদ, খুলনা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জুনিয়র ওয়াইল্ড লাইফ স্কাউট, অনিমেষ চন্দ্র মীরবর ও শরিফুল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

error: Content is protected !!