প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২৫, ২০২৪, ৬:৩০ অপরাহ্ণ
নড়াইল সদর চন্ডিবরপুর ইউনিয়নে সম্মেলনী প্রি- ক্যাডেট স্কুলে পেট্রোল দেওয়ার ঘটনায় পাল্টা পাল্টি অভিযোগ
২৫ মে (শনিবার) দুপুরে এ বিসয়ে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তফা সাংবাদিক দের জানান, চালিতাতলা সম্মেলনী প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠিতা সৈয়দ সামিউল হাসান (শরফু) এলাকায় তার প্রভাব বিস্তার করতে প্রতিপক্ষের লোকদের ফাঁসাতে নিজে স্কুলে পেট্রোল দিয়ে অহেতুক ইউনিয়নের ইউপি সদস্যদের ঘাড়ে দোষ চাপাচ্ছেন। শরফু নিজেকে আওয়ামী লীগের বড় নেতা দাবি করে, এলাকায় প্রভাব বিস্তার করতে নিজেই স্কুলে পেট্রোল দিয়ে আতংক ছড়িয়েছে।
অপরদিকে পাল্টা অভিযোগ এনে সৈয়দ সামিউল হাসান (শরফু) বলেন, গত ২১ শে মে নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ হয়েছে। নির্বাচনে আমি প্রকাশ্যে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তোফানের ঘোড়া প্রতীকের পক্ষে কাজ করেছি। যার ফলে নির্বাচনে বিজয়ী প্রার্থী মো: আজিজুর রহমান ভূইয়ার সমর্থন কারী মো: হাবিবুর রহমান ও ইউপি সদস্য মো: গোলাম মোস্তফা কামাল আামদের বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।
আমাদের হাত, পা ভেঙ্গে দোওয়ার হুমকি, ধামকি দিয়ে আসছে। আজ স্কুলে এসে দেখা যায়, কে বা কাহারা স্কুলের সকল জায়গা পেট্রোল দিয়েছে। আমাদের ধারনা ওরা পরিকল্পিত ভাবে স্কুলের দরজা, জানালা, সহ প্রতিটি জায়গায় পেট্রোল দিয়েছে।
এ বিসয়ে চালিতাতলা প্রি- ক্যাডেট সম্মেলনী স্কুলের প্রধান শিক্ষিকা রিক্তা বেগম জানান, সকালে স্কুলে এসে দেখি স্কুলের সকল জানালা দরজায় পেট্রোল দেওয়া হয়েছে। এ ঘটনায় স্কুলের কোমলমতি শিশুরা ভয়ে আতংকিত হয়ে পড়েছে। আমার স্বামী ঘোড়া প্রতিকের কাজ করায় এহেন ঘটনা ঘটিয়েছে।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com