প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৭:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২২, ২০২৪, ১১:৫৫ অপরাহ্ণ
নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কারচুপির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি ঃ নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন ভোট কারচুপি ও বিভিন্ন অনিয়মের প্রতিবাদে চেয়ারম্যান প্রার্থী তোফায়েল মাহমুদ তুফান এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২২ মে (বুধবার) বিকালে উপস্থিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ( ঘোড়া প্রতিক) তোফায়েল মাহামুদ তুফান।
এসময় তিনি অভিযোগ করে বলেন, গত ( ২১ মে) মঙ্গলবার সদর উপজেলা পরিষদ নির্বাচনের দিন বিভিন্ন এলাকায় আমার নির্বাচনী এজেন্টদের কেন্দ্র হতে বের করে দেওয়া হয়। ভোটারদের ভোট প্রদানে বাধা দেওয়া হয়েছে। কয়েকটি কেন্দ্রে প্রচুর পরিমাণে জাল ভোট প্রদান করছে যার ভিডিও ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।
তিনি আরও বলেন, চন্ডিবরপুর ইউনিয়নের সীবানন্দপুর কেন্দ্রের ৮১% (প্রায়) ভোট কাস্ট করানো হয়েছে, যেখানে সমগ্র নড়াইল সদর উপজেলায় মোট কাস্টিং ৩৭.৪৯% যাহা সদর উপজেলার অন্যান্য কেন্দ্রের সাথে অসামঞ্জস্যপূর্ণ রয়েছে। যার প্রেক্ষিতে রেজাল্ট শীটে প্রার্থীর এজেন্টরা কোন স্বাক্ষর করতে অপরাগতা প্রকাশ করে।
এছাড়াও আউড়িয়া ইউনিয়নে রামচন্দ্রপুর স্কুল কেন্দ্র, আউড়িয়া ইউনিয়নের দত্তপাড়া স্কুল কেন্দ্র এবং মাইজপাড়া ইউনিয়নে চারিখাদা স্কুল কেন্দ্রের ভোট যাচাই-বাছাই সহ পুনরায় গণনা করার আহবান জানান তিনি।#
নড়াইল প্রতিনিধি,
২২-০৫-২০২৪ বুধবার
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com