নড়াইল সদর উপজেলায় হিন্দু বাড়িতে হাত পা বেঁধে লুটপাট

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 week ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলা সিংঙ্গাশোলপুর ইউনিয়নের নলদীরচর গ্রামে নিশিকান্ত বাগচী ও তার স্ত্রী রেখা রানী বাগচীকে হাত পা বেঁধে রেখে বাড়িতে থাকা নগত অর্থ সোনার গহনা ও মূল্যবান সামগ্রী লুটপাটের আভিযোগ পাওয়া গিয়াছে। এ বিষয়ে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

নড়াইল সদর থানায় অভিযোগের সূত্রে জানা যায়, গত ৯ (অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৩ টার সময় বাড়িতে থাকা মুরগী ডাকার শব্দ শুনে ঘর থেকে রেখা রানী বের হয়।

এসময় চার পাঁচ জন লোক রেখা রানীকে ধরে হাত পা মুখ বেধে ফেলে ঘরেরে ভিতর প্রবেশ করে । ঘরে থাকা স্বামী নিশিকান্ত বাগচিকে ও হাত, পা, মুখ বেঁধে ঘরে থাকা নগত অর্থ , সোনার গহনা লুটপাট করে নিয়ে যায়।

এ ঘটনায় নিশিকান্ত বাগচী বলেন, কোন কিছু বুঝে উঠার আগেই আমাকে ধরে হাত, পা মুখ বেধে ফেলে। আমি গরীব মানুষ। ঘরে যা ছিল সব কিছু লুট করে নিয়ে গেছে। আমি এ ঘটনায় আজ সদর থানায় লিখিত অভিযোগ করেছি।

ঘটনার সাথে জড়িত কাউকে চিনতে পারিনি। যাওয়ার সময় আমাকে ভারতে চলে যাওয়ার জন্য হুমকি দিয়ে যায় এই লুটকারীরা।

অভিযোগের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ সাইফুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি।

স্থানীয় পুলিশ ক্যাম্পে বিষয়টি জানানো হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেফতার করা হবে।

error: Content is protected !!