প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৪, ১২:০০ পি.এম
নড়াইল সদরে মিরাপাড়ায় দূর্গা মুর্তি ভাংচুর! আতংকিত হিন্দু সম্প্রদায়
নড়াইল সদর উপজেলার ১০ নং ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের শারদীয় দূর্গা মুর্তি ভাংচুরের ঘটনা ঘটেছে।
২ অক্টোবর (বুধবার) দুপুরে এই মুর্তি ভাংচুরের খবর পাওয়া গিয়াছে। যানা গেছে নড়াইল সদর উপজেলাের ১০নং ভদ্রবিলা ইউনিয়নের মিরাপাড়া বাজারে পুরাতন এ ঐতিহ্যবাহী মুন্দিরটিতে সেই ১৯৪৮ সাল থেকে ধর্মীয় সম্প্রতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের লোকজন শান্তি পূর্ণ ভাবে পূজাপার্বণ করে আসছে।
এরই ধারাবাহিকতায় এবারও আগামী সপ্তাহের বুধবার থেকে এই মন্দিরটিতে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মন্দিরে প্রতিমা বানানোর কাজ প্রায়ই শেষ পর্যায়ে। আজ ২ অক্টোবর সকালে কারিগররা প্রতিমায় রং তুলির কাজ করতে এলে দেখেন, প্রতিমা ভাঙচুর করা হয়েছে। পরে মন্দির কমিটির সদস্যদের জানালে তারা বিষয়টি পুলিশকে অবগত করেন।
প্রতিমা ভাংচুরের বিষয়ে মন্দিরের বর্তমান সভাপতি প্রদীপ রায় এর কাছে জানতে চাইলে তিনি সাংবাদিক দের জানান, আমরা গতকাল ও রাত্রে ১১টা ১২টা পর্যন্ত বাজারে মন্দিরের সামনেই ছিলাম। তখন পর্যন্ত মন্দিরের সকল প্রতিমা ঠিকঠাক ছিলো। পরে সবাই আমরা যে যার বাড়ি চলে যাই। আজ সকালে বাজার থেকে প্রতিমা ভাংচুরের খবর পেয়ে ছুটে আসি, এবং ঘটনার সত্যতা দেখতে পেয়ে জেলা প্রশাসন কে বিষয়টা অবহিত করি তাৎক্ষণিক জেলা প্রশাসন ও ছুটে আসে।
তবে পুজার মাত্র আর কয়েকদিন বাকি এমন সময় এ ঘটনা ঘটায় এলাকায় চরম আতংক বিরাজ করছে। অনেকেই বলছেন এ সল্প সময়ের মধ্যে প্রতিমা পূর্ণাঙ্গ ভাবে ঠিকঠাক করে পুজা শুরু করা আদও সম্ভব হবে কি?
যদিও জেলা প্রশাসন থেকে আস্বস্ত করা হয়েছে ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের খুজে বের করে আইনের আওতায় আনা হবে। আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে পুজার উৎসব পালন করুন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।