নড়াইল সদরে দু’পক্ষের গোলাগুলিতে আটক ২

লেখক: Champa Biswas
প্রকাশ: 3 weeks ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের গোবরা বাজার প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে দু’পক্ষের আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় নড়াইল সদর থানা পুলিশ দু’জনক গ্রেফতার করেছে।

৪ (ডিসেম্বর) বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে গোবরা প্রগতি মাধ্যমিক বিদ্যালয় স্কুল মাঠে স্থানীয় দু’গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয় এবং ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ওস্থানীয় সূত্রে জানা যায়, গোবরা এলাকার সিংঙ্গে শোলপুর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান উজ্জ্বল শেখ ও একই এলাকার নিউটন মোল্যা দু’গ্রুপের পূর্বে থেকেই আধিপত্য বিস্তার চলমান ছিলো। এরই ধারাবাহিকতায় বুধবার দুপুরে একে অপরকে ঘায়েল করতে উভয়ই পক্ষই ৪ রাউন্ড গুলি ছোড়ে। তবে কেউ এখনও গুরুতর আহত বা মারা যায়নি।

এ ঘটনার পরপরই পুলিশ আহত অবস্থায় দু’জনকে গ্রেফতার করেছে। বর্তমান পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং এলাকায় উভয়পক্ষের বাড়িতে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালাচ্ছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাজেদুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তে ঘটনাস্থলে পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোয়ায়েন রয়েছে। এবং ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর চেষ্টা অব্যাহত রয়েছে।

error: Content is protected !!