সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইল লোহাগড়া উপজেলা পরিষদের সামনে দিঘলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বোরহানউদ্দিন এর নেতৃত্বে একদল সন্ত্রাসি দৈনিক আই বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি এবং খুলনার আঞ্চলিক দৈনিক প্রবাহ পত্রিকার লোহাগড়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক আজিজুর বিশ্বাস কে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ পাওয়া গেছে।
১লা জুন ( বৃহস্পতিবার) দুপুরর লোহাগড়া উপজেলা পরিষদের সামনে পূর্বে সংবাদ প্রকাশের জেরে ৮ নং দিঘলিয়া ইউনিয়নের চেয়ারম্যান বোরহান ও তার সন্ত্রাসী বাহিনী হকিস্টিক লোহার রড দিয়ে সাংবাদিক আজিজুর বিশ্বাস কে বেধড়ক মারধর করে মারাত্মক রক্তাক্ত জখম করেছে। পরে ঘটনা স্থল থেকে মারাত্বক আহত অবস্থায় উপস্থিত সাংবাদিক ও স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমান তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সাংবাদিক আজিজুর বিশ্বাস বলেন, চেয়ারম্যান বোরহান উদ্দিনের নির্দেশে ১৫ থেকে ২০ জন মিলে হকিস্টিক ও লোহার রড দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। খুব দ্রুতই আমি আইনের আশ্রয় নিবো। আমি এর এর সুষ্ঠু বিচার চাই।
এ ব্যাপারে লোহাগড়া সাংবাদিক ও জেলা সদরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগন ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এসময় সাংবাদিক রা বলেন, আইনের উর্ধ্বে আমরা কেউই নই, একজন জনপ্রতিনিধি প্রকাশ্য দিবালোকে এরকম একটি জঘন্য ঘটনা ঘটালো। এটি পরিকল্পিত ছিল এর সঠিক তদন্ত করে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই। অন্যথায় সাংবাদিক এর উপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে সারা দেশে কঠোর কর্মসূচি পালন করা হবে।