নড়াইল সদর মিরাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
৯ মে (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত অভিভাবক সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৩৩ জন। এদের মধ্যে মহিলাসহ ১০জন প্রার্থী নির্বাচনে প্রতিদন্দিতা করেছেন।
নির্বাচনে দায়ীত্বে থাকা প্রিজাইডিং অফিসার চৌধরী আশিক এলাহী সাংবাদিক সাজ্জাদ তুহিন কে জানান, জেলা প্রশাসনের প্রশাসনের সার্বিক সহযোগিতা নিয়ে এ স্কুল কমিটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
ভোট গণনা শেষে সন্ধ্যায় সকল প্রার্থী ও এজেন্ট দের উপস্তিতিতে নির্বাচনের চুড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।
এ নির্বাচনী ৯৭ ভোট পেয়ে প্রথম স্থান অধিকার করেন, মোহাম্মদ এসকেন্দার খান, ৯০ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন মোহাম্মদ জিল্লুর রহমান শেখ, ৮৯ ভোট পেয়ে ৩য় হয়েছেন খন্দকার কামরুল ইসলাম, ৮৮ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন-অনুপ কুমার দে, এবং মহিলা প্রার্থী স্বপ্না বেগম ১০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে।