নড়াইল পৌরসভায় মৎস ও প্রাণী সম্পাদ অধিদপ্তরের আওতায় প্লাস্টার মার্কেটের শুভ উদ্বোধন

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌরসভায় পুরাতন বাজার এলাকায় বাংলাদেশ মৎস ও প্রাণী সম্পাদ অধিদপ্তরের আওতায় কনস্ট্রাকশন অফ হাইড্রোজেনিক প্লাস্টার প্রকল্পের তত্ত্বাবধানে মার্কেট নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

২৩ জুলাই (রবিবার) সকাল ১১ টার দিকে নড়াইল পুরাতন বাজার এলাকায় পৌর মেয়র আঞ্জুমান আরা ও প্রজেক্ট কন্সানটেন্ট মোল্লা বাশার ও কাজের টিকাদার এর উপস্থিতিতে নব নির্মিত মার্কেটের শুভ উদ্বোধন করা হয়।

এ-সময় উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান কাজী জহিরুল হক, কাউন্সিলর শরিফুল আলম লিটু, কাউন্সিলর মাসুদুর রানা (বাবলু) সাবেক কাউন্সিলর ও প্যানের চেয়ারম্যান খন্দকার আল মুনসুর বিল্লাহ, মহিলা কাউন্সিলর  ইপি রানী বিশ্বাস, কাউন্সিলর রাজু মোল্লা, কাউন্সিলর মোহাম্মদ জুয়েলসহ  পৌরসভার প্রকৌশলী, ইঞ্জিনিয়ার ও হিসাব রক্ষক মোহাম্মদ জামান ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

অফিস সূত্রে জানা যায়, শহরের  হাইড্রোজেনিক প্লাস্টার প্রকল্পের তত্ত্বাবধানে বাংলাদেশ মৎস ও প্রাণী সম্পাদ অধিদপ্তরের বাস্তবায়নে মোট ৮ কোটি ৬৯ লক্ষ ৭৪ হাজার টাকার প্রকল্প কে চারটি ভাগে বিভক্ত করা হয়েছে। যার একটি নড়াইল চৌরাস্তা পুরাতন বাজারের উদ্বোধন করা হয়েছে। বাকি তিনটি বিভিন্ন বাজারে বাস্তবায়ন করা হবে।

এবিসয়ে পৌরসভার মেয়র আঞ্জুমান আরা জানান, এভাবে প্রকল্পের মাধ্যমে কনস্ট্রাকশন অফ, হাইড্রোজেনিক প্লাস্টার প্রকল্পের তত্ত্বাবধানে মার্কেট নির্মাণ হলে জনগন এক জায়গা থেকেই মাছ, মাংস, কাঁচা বাজারসহ সকল পর্ণ ক্রয় করতে পারবে।

error: Content is protected !!