নড়াইল পৌরসভায় পরিদর্শনে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল

লেখক: Champa Biswas
প্রকাশ: 10 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌরসভার হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রনিক চুল্লী নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কর্মকান্ড পরিদর্শনে এলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা।

৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) দুপুরে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা নড়াইল পৌরসভার কার্যালয়ে পৌঁছালে তাদেরকে স্বাগত জানান পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আলী হায়দার, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওহাবুল আলম,আওয়ামীলীগ নেতা মেশকাত লিটু, হিসাব রক্ষক জামানসহ পৌর কাউন্সিলরবৃন্দ ও পৌরসভার কর্মকর্তা- কর্মচারীরা।

পরে প্রতিনিধিরা পৌর কবরস্থানের উন্নয়ন,রুপগঞ্জে মার্কেট নির্মাণ, হাটবাড়িয়া শ্বশ্বানে ইলেকট্রিক চুল্লী নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন। এসময় বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দের সাথে ছিলেন আরবান উন্নয়ন বিশেষজ্ঞ ও টাস্ক টীম প্রধান মানশা চেন, কনসালটেন্ট মাইক উইন্টার,হুরাইয়েরা জেবিন।

এছাড়া স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন এল জি সি আর আর পি প্রকল্প পরিচালক নাজমুস সাদাৎ মোহাম্মদ জিল্লুর রহমান,উপ-প্রকল্প কর্মকর্তা মো: ইকবাল হোসাইন প্রমূখ।

পরিদর্শন শেষে বিশ্ব ব্যাংক কর্মকর্তারা নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করে বিদায় নেন।

error: Content is protected !!