০৮ জুন (শনিবার) দুপুরে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মোহাম্মদ ইউসুফ আলী, স্ত্রী পাপিয়া বেগম ও বড়ো মেয়ে তারমিম ১৮ এর অভিযোগে বলা হয়
বড়ো ভাই আজিজুর বিশ্বাস, (৬০) আক্তার বিশ্বাস (৫৫) ও আফছার বিশ্বাস ৫৩ উভয় পিতা মৃত্যু দুদু মিয়া বিশ্বাস এর সাথে বাড়ির জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিলো।
এর ই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ০৭ জুন রাত দশটার দিকে পূর্ব পরিকল্পিত ভাবে আজিজুর বিশ্বাস ও তার ছেলে রুবেল (২৫) মাজহারুল (২৭) বাবুল (৩০)। মো: আক্তার বিশ্বাস, ছেলে নাহিদ বিশ্বাস (২৩) ও আফছার বিশ্বাস ছেলে রিপন বিশ্বাস (২৭) লাঠি সোটা নিয়ে বাড়িতে এসে আকর্ষিক হামলা চালিয়ে আমাদের সকলকে মারাত্মক জখম করে।
এসময় ঘরেরর আসবাবপত্র ভেঙে অভিযুক্তরা নগদ দুই লক্ষ টাকা মেয়ে তারমিম এর গলার চেইন ও হাতের আংটি ছিনিয়ে নিয়ে যায়। রাত বেশি হওয়ার কোন কুল কিনারা না পেয়ে আহত অবস্থায় আমরা সবাই নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিতে চলে আসি। বর্তমান আমরা সবাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি। এর আগে গত বুধবার ০৫ জুন সন্ধ্যায় আমাদের উপর হামলা চালিয়ে ছিলো। সেই ঘটনায় স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিরা বসে মিমাংসা করে দেওয়ার কথা জানালেও কোন সমাধান না করায় প্রতিপক্ষ রা পূণরায় আবার হামলা চালিয়েছে বলে জানান অভিযোগ কারী রা।