নড়াইল থেকে প্রকাশিত বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত নিখোঁজ এখনও সন্ধান মেলেনি

লেখক: Champa Biswas
প্রকাশ: 1 year ago

নড়াইল প্রতিনিধি:

নড়াইল থেকে প্রকাশিত বহুল আলোচিত ও জনপ্রিয় দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্ত কে হত্যার হুমকি দেওয়ার পর থেকে চার দিন যাবত নিঁখোজ রয়েছেন বলে জানা গেছে। তার ব্যবহৃত (০১৯১০-১৯১৯১৯) হট লাইন নাম্বার বন্ধ থাকায় সহকর্মী ও স্বজনদের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা ও আলোচনার ঝড় বইছে।

সম্প্রতি গত ২৮শে মে, দৈনিক বিডি খবর পত্রিকার প্রকাশক ও সম্পাদক লিটন দত্তকে খুনের হুমকি দেয়া একটি অডিও ভাইরাল হওয়ার পর থেকে সম্পাদক লিটন দত্ত নিখোঁজ থাকায় আইন শৃংখলা রক্ষাবাহিনী ও সাংবাদিকদের সন্দেহের তীর খুনের হুমকি দাতার দিকে।

নিখোঁজের বিষয়টি উল্লেখ করে বিডি খবর পত্রিকার নির্বাহী সম্পাদক মির্জা মাহমুদ হোসেন রন্টু গত ১লা জুন সদর থানায় একটি জিডি করেন।

সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার রায়খালী গ্রামের বাসিন্দা লিটন দত্ত শহরের রুপগঞ্জ এলাকার বন্ধন কমিউিনিটি সেন্টারের ২য় তলায় বিডি খবর পত্রিকার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। অল্পদিনে জনপ্রিয়তা পাওয়া পত্রিকাটির কন্ঠরোধ করতে শহরের কতিপয় চিহ্নিত সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাকে হুমকি ধামকি দিয়ে আসছিল।

প্রকাশক ও সম্পাদক লিটন দত্তকে হুমকির ভাইরাল হওয়া অডিওতে শোনা যায়, তোর এমন কেউ নেই যে আমার হাত থেকে তোরে রক্ষা করবে। তোর অফিসে এসে তোকে জীবনের মত শেষ করে দেব। তুই যদি বাঁচতে চাস তাহলে অফিস ছেড়ে সকাল ১০টার মধ্যে চলে যাবি। আর তোর অফিসের সাইনবোর্ড আমি ভেংঙ্গে গুড়িয়ে ফেলবো,তোর কোন বাপ থাকলে ঠেকাতে বলিস।

এই হুমকি পাওয়ার পর থেকেই তাকে আর পাওয়া যাচ্ছে না। বর্তমান তিনি জীবিত আছেন নাকি তাকে গুম করেছে কিনা এমন অজানা আশংকার মধ্যে রয়েছেন তার পরিবার পরিজন সহকর্মীসহ পাঠক শুভানুধ্যায়ী’রা। তাই সকলের দাবি জেলা প্রশাসনের মাধ্যমে বিসয়টি তদন্ত সাপেক্ষে ঘটনার সত্যতা নিশ্চিত করে নিটন দত্ত কে খুঁজে পেতে গ্রেফতার কৃত আসামী নুরুকে জিজ্ঞাসাবাদ এর মাধ্যমে খুঁজে বের করার দাবি জানানো হয়।

error: Content is protected !!