প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ১১:২০ এ.এম
নড়াইল থেকে নি’খোঁ’জ হওয়া নারীর ম/রদে’হ উ’দ্ধা’র
![](https://newsbdjournalist24.com/wp-content/uploads/2025/02/ei5LTOW77791.jpg)
৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের একটি বাড়ির পেছনের পুকুর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। দুর্বৃত্তরা পরিকল্পিত হত্যার পর শরীরে ইট বেঁধে মরদেহ পুকুরে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
নিহতের পরিবার সুত্রে জানা যায় গত ৩১ জানুয়ারি শুক্রবার বিকেল তিনটার দিকে বান্ধবীর বাড়িতে বেড়াতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন শারমিন। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে পরদিন শনিবার রাত্রে নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবারের পক্ষ থেকে।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর কবীর জানান, মঙ্গলবার সকালে ফকিরহাট উপজেলার নলধা মৌভোগ ইউনিয়নের জয়পুর গ্রামের সাবেক ইউপি সদস্য ছলেমান শেখের মালিকানাধীন বাড়ির পেছনের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। তাদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে থেকে মরদেহটি তোলে। মরদেহের শরীরে বেশ কয়েকটি ইট বাঁধা ছিল।
ওসি বলেন, শারমিনকে পূর্বপরিকল্পিতভাবে দুর্বৃত্তরা শ্বাসরোধে হত্যা করে শরীরে ইট বেঁধে মরদেহটি পুকুরে ফেলে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ওই নারীর মরদেহের সঙ্গে থাকা একটি ব্যাগে ভেতর প্রেশক্রিপশন থেকে প্রথমে তাঁর নাম জানতে পারি।
আর নড়াইলের চিকিৎসকের নাম থাকায় আমরা নড়াইল সদর থানায় যোগাযোগ করলে পুলিশ জানায় গত শুক্রবার সুরাইয়া শারমিন নামে এক নারী নিখোঁজ। এই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছে শারমিনের পরিবার। নামের মিল থাকায় আমরা এই মরদেহটি শারমিনের বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এবিষয়ে আমরা নড়াইল সদর থানা পুলিশকে অবহিত করেছি।
এদিকে আজ দুপুরে ওই নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।