নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন

লেখক: সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি
প্রকাশ: 18 hours ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে লোহাগড়া  সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও ৫৭ নং লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

১৯ নভেম্বর (মঙ্গলবার) দুপুরে নড়াইল লোহাগড়া উপজেলার লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও লোহাগড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও বিদ্যালয়েয় শিক্ষক ও শিক্ষার্থীদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মিঠুন মৈত্র পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম. হায়াতুজ্জামান, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে রুমানাসহ অন্যান্য শিক্ষকমণ্ডলীরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনের সময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান  বিদ্যালয় দুটির বিভিন্ন শ্রেণীতে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের সার্বিক পাঠদান কার্যক্রম পর্যবেক্ষণ করেন। সেই সাথে শিক্ষার্থীদের প্রমিত বাংলা ভাষা ও শুদ্ধ বানান, ইংরেজি গ্রামার ও বাচনভঙ্গি, গণিত, ধর্মীয় শিক্ষা, সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞানের বিষয়ভিত্তিক দক্ষতা যাচাই ও

পড়াশোনার মান শিক্ষার্থীদের পারদর্শিতা উত্তরোত্তর বৃদ্ধির লক্ষ্যে কর্মরত শিক্ষক-শিক্ষিকাদেরকে প্রয়োজনীয় পরামর্শ  প্রদান করেন।

error: Content is protected !!