নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর আশ্রয়ন প্রকল্প পরিদর্শন
লেখক:
Rakib hossain প্রকাশ: 1 week ago
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে কালিয়া উপজেলার খাশিয়াল ইউনিয়নের চোরখালী নবগঙ্গা নদীর তীরে আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
১১ নভেম্বর (সোমবার) সকালে নড়াইল ভূমিহীন দের জন্য নির্মিত কালিয়া উপজেলার খাসিয়াল ইউনিয়নের চোরখালী নবগঙ্গা নদীর তীরে এ আশ্রয়ন প্রকল্প-২ পরিদর্শনে জান জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
এসময়ে কালিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রাশেদুজ্জামান উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান আশ্রয়ন প্রকল্পে বসবাসরত দের আবাসন, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি সেবার মান ও সহজলভ্যতার বিষয়ে খোঁজখবর নেন। এসময়ে আশ্রয়ন প্রকল্পটিতে আবাসন বরাদ্দ, ব্যবস্থাপনা ও আবাসন সুবিধা ভোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ এবং উপকারভোগী-উভয় পক্ষ থেকেই প্রযোজ্য আইন ও সরকারি বিধি-নিষেধের যথাযথ প্রতিপালন হচ্ছে কিনা যাচাই করেন তিনি।
পাশাপাশি সেখানে সার্বিক জনকল্যাণের সাথে সম্পর্কিত অন্যান্য সরকারি দপ্তরগুলো নিয়মিত সেবা প্রদান করছে কিনা এবং বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম সেখানে যথাযথভাবে পরিচালিত হচ্ছে কিনা সে বিষয়েও ধারণা গ্রহণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।