প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:৪১ পি.এম
নড়াইল জেলা প্রশাসকের আয়োজনে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত
নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ নভেম্বর (রবিবার) সকালে নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ মাসিক জেলা রাজস্ব সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নড়াইল জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরীসহ জেলা প্রশাসনের রাজস্ব সংক্রান্ত বিভিন্ন শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, নড়াইল সদর, লোহাগড়া, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রতিনিধি ও সংশ্লিষ্ট আইনজীবীগণ উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত বক্তারা নড়াইলের ভূমি, নদ-নদী, জলাশয়, সরকারি নির্মাণ, সরকারের রাজস্ব আদায় ও করারোপের আওতাভুক্ত অন্যান্য স্থান, স্থাপনা ও ভূসম্পত্তির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়ন ও তদারকির সাথে সম্পর্কিত নানাবিধ প্রসঙ্গে মতবিনিময় করেন।
জেলার সার্বিক ভূমি ব্যবস্থাপনা, জলাশয় ও পানিসম্পদের সুষ্ঠু ব্যবহার, রাজস্ব সংক্রান্ত যাবতীয় অভিযোগ ও মামলার যথাযথ নিষ্পত্তি, বিভিন্ন সরকারি প্রকল্পের দ্রুত বাস্তবায়ন এবং আইনসিদ্ধ তদারকি ইত্যাদি সম্পর্কে সংশ্লিষ্টদেরকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪, ২০১৯ - ২০২৫। সর্বস্বত্ব সংরক্ষিত।