নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যানের সাংবাদিক সম্মেলন 

লেখক: Champa Biswas
প্রকাশ: 11 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌরসভা কতৃক জেলা পরিষদের জায়গা দখ নিয়ে এবং আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নড়াইল চৌরাস্তার পুরাতন বাজারের চান্দিনা নির্মাণ করা নিয়ে জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস এর সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৫ ডিসেম্বর (সোমবার) সকাল ১১ টায় নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এর নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, জেলা পরিষদের সম্পত্তিতে কোনো ধরনের উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে হলে আইন অনুযায়ী স্থানীয় সরকার বিভাগের অনুমোদন প্রয়োজন হয়। কিন্তু নড়াইল পৌরসভা স্থানীয় সরকার বিভাগের কোনো অনুমোদন গ্রহণ না করে অনৈতিকভাবে ঘর নির্মাণ শুরু করেছেন। পৌরসভা কর্তৃক স্থাপনা নির্মাণ করতে গেলে নড়াইল জেলা পরিষদের পক্ষে সদর সিনিয়র সহকারী জজ আদালতে দেওয়ানী ৮৮/২০২৩ নম্বর মামলা করলে আদালত শুনানি শেষে স্থিতিশীল পরিবেশ বজায় রাখার আদেশ দেন। কিন্তু নড়াইল পৌরসভা আদালতের উক্ত স্থিতিশীল রাখার আদেশ অমান্য করে জেলা পরিষদের জমিতে বে- আইনিভাবে অবকাঠামো নির্মাণ কাজ অব্যাহত রেখেছে।

বিষয়টি জেলা ও পুলিশ প্রশাসনকে অবহিত করলেও আমরা কোনো আইনগত সহায়তা পাচ্ছি না। এমনকি জেলা পুলিশ সুপার ওসি মহা দায়ের মদদে জেলা পরিষদের জমিতে নড়াইল পৌরসভা পুরাতন বাজারের চান্দিনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বহাল তবিয়তে। তিনি আরও বলেন, আমি প্রশাসন কতৃপক্ষের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন সুপারিশ জানাবো। এসময় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারীসহ বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

error: Content is protected !!