নড়াইল ও লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতিক বরাদ্দ

লেখক: Rakib hossain
প্রকাশ: 7 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে সদরে চেয়ারম্যান প্রার্থী তিনজন, পুরুষ ভাইস চেয়ারম্যান দু,জন, (মহিলা) ভাইস চেয়ারম্যান দু,জন মোট সাত জনকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান সহ পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট সাত জনকে প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে।

এদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন মোহাম্মদ তোফায়েল মাহমুদ তুফান (ঘোড়া মার্কা) মোহাম্মদ আজিজুর রহমান ভূঁইয়া (আনারস মার্কা) মিলন মল্লিক( দোয়াৎ  কলম মার্কা) প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীা করছেন।

এছাড়া লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী রা হলেন,সিকদার আব্দুল হান্নান রুনু (হেলিকপ্টার মার্কা) এ.কে.এম ফয়জুল হক রোম (আনারস মার্কা) মোহাম্মদ তারিকুল ইসলাম উজ্জ্বল (মোটরসাইকেল মার্কা) মোহাম্মাদ মুন্সি নজরুল ইসলাম (দোয়াত কলম মার্কা) ও মোহাম্মাদ আইয়ুব হোসেন (ঘোড়া মার্কা) নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করেছেন।

২ মে (বৃহস্পতিবার) সকাল ১০ টায় নড়াইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং অফিসার শ্বাশ্বতী শীল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ করেন। এ সময় সম্মেলন কক্ষে সদর ও লোহাগড়া উপজেলা পরিষদের সকল প্রার্থীরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে লোহাগড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী এস.এম শরিফুল আলম ও শেখ সাজ্জাদ হোসেন মুন্না মনোনয়ন প্রত্যাহার করায় ৫ জন প্রার্থী নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

error: Content is protected !!