নড়াইলে ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে

লেখক: সাজ্জাদ তুহিন
প্রকাশ: 3 weeks ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  নড়াইলে পালিত হলো ৫৩ তম জাতীয় সমবায় দিবস ২০২৪।

২ নভেম্বর (শনিবার) সকালে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর প্রধান অতিত্বে জাতীয় সমবায় বিভাগের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

সভায় গণমানুষের আর্থিক মুক্তি ও সচ্ছলতা আনয়নের পাশাপাশি দেশের সীমিত সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে সমবায়ভিত্তিক কার্যক্রমের নানাবিধ গুরুত্ব আলোচিত হয়। সেই সাথে কীভাবে নড়াইল জেলায় সমবায় কার্যক্রমকে আরও ফলপ্রসূ ও বেগবান করে তোলার মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষদের কাছে কার্যকরীভাবে এর সুফল পৌঁছে দেয়া যায়, সে বিষয়েও আগত বক্তারা আলোকপাত করেন।

এর আগে সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরুর পর প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের মেনমেন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসেই শেষ হয়।

এ সময়ে জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, নড়াইলের বিভিন্ন এলাকায় সক্রিয় সমবায় সমিতির সদস্য, উপকারভোগীসহ জেলায় সমবায় কার্যক্রমের সাথে সম্পর্কিত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ  উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায়ী ও সমবায় সমিতির মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

error: Content is protected !!