নড়াইল কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মাহাবুব শেখ (৬০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আসামি নড়াগাতি থানার চোরখালী গ্রামের মৃত শেখ আবু আলেম ওরফে ধলন শেখের ছেলে সে।
০৭ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে গোপালগঞ্জ সদরের শুকতাইল গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত মাহাবুর শেখ কে গ্রেফতার করে নড়াগাতী থানা পুলিশ।
পুলিশের সূত্রে জানা যায়, নড়াগাতী থানাধীন একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী টিফিনের জন্য বাড়িতে যাওয়ার পথে ধর্ষক মাহাবুবুর রহমান শিশুটিকে জোরপূর্বক তার জামাতা রানা শেখের বাড়িতে নিয়ে ভিক্টিমের ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের চিৎকারে পার্শ্ববর্তী লোকজন ঘটনাস্থলে ছুটে আসলে আসামি ভিক্টিমকে বিবস্ত্র অবস্থায় রেখে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে ভিক্টিম কে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়। এই ঘটনায় গতকাল ৬ ফেব্রয়ারি ভিক্টিমের মা বাদী হয়ে নড়াগাতি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এরই ধারাবাহিকতায় ২৪ ঘন্টার মধ্যে বুধবার দুপুরে গোপালগঞ্জ সদর থানাধীন শুকতাইল গ্রামের আসামি মাহাবুবুর রহমানের আপন ভাই বাকীবিল্লাহ শেখের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোস্তাফিজুর রহমান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সত্যতা স্বীকার করেছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ভিকটিম নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ২২ ধারায় বিজ্ঞ আদালতে জবানবন্দী প্রদান করেছে।