সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইল সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিনদিন ব্যাপি ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৪ ফেব্রুয়ারী (মঙ্গলবার) দুপুরে সদর উপজেলা পরিষদ চত্তরে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর প্রধান অতিত্বে উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি মো: জসিমউদদীন এর সভাপতিত্বে এ মেলার শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
এ-সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস,সার্বিক উপস্থাপনায় নড়াইল সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: রোকনুজ্জামান, বিএম জাহিদ শাকিলসহ সদর উপজেলার বিভিন্ন কৃষি কর্মকর্তা ও কৃষি উদ্দোক্তা কৃষক বন্দরা।
এর আগে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস মেলায় আগত কৃষক দের বিভিন্ন স্টল ঘুরে দেখেন।