প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৫, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ
নড়াইলে হয়রানী ও ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে অসহায় পরিবারের সাংবাদিক সম্মেলন
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে জালিয়াতী কাগজ পত্র তৈরি করে জোরপূর্বক জমি লিখে নেয়ার চেষ্টা ও হয়রানিমুলক মামলা দেয়ার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
৫ আগস্ট (শনিবার) সকাল সাড়ে দশটার দিকে নড়াইল জেলা জজ আদালত সড়কে এক আইনজীবী’র কক্ষে এ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন লোহাগড়া উপজেলার মদিনা পাড়া’র ভুক্তভোগি আব্দুল হান্নান মুন্সী। এ সময় তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে ক্ষতিগ্রস্থ আব্দুল হান্নান মুন্সী বলেন, তার গ্রামের বাড়ি উপজেলার উত্তর লংকার চর গ্রামে। তিনি গ্রামের বাড়ির কিছু জমি বিক্রি করতে চাইলে একই এলাকার মোস্তাক মুন্সী (৪৫) ওই জমি কেনার আগ্রহ প্রকাশ করেন। আব্দুল হান্নান মুন্সী গত বছর ২২ আগষ্ট জমি রেজিষ্ট্রী করে দেয়ার জন্য গেলে তাঁর সামনেই মোস্তাক মুন্সী ও তার ভাই কালাম মুন্সী (৫৫) এবং দলিল লেখক মঈন হাসান কাজল (৪৮) পর্চা সহ কিছু কাগজপত্র নিজেরা তৈরি ও স্বাক্ষর করেন। এরপর ওইসব কাগজের মাধ্যমে জমি লিখে নেয়ার জন্য আব্দুল হান্নান মুন্সীকে স্বাক্ষর দিতে বলেন।
এ সময় আব্দুল হান্নান মুন্সী দলিল পড়ে দেখতে চাইলে এবং জালিয়াতির বিষয়ে প্রতিবাদ করায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আব্দুল হান্নান মুন্সী বাড়ি চলে যান। এরপর আবারও তাঁর নিকট ভুল স্বিকার করে ক্ষমা চেয়ে জমি লিখে দেয়ার অনুরোধ করলে তিনি গত বছরের ২৮ আগষ্ট লোহাগড়া রেজিষ্ট্রী অফিসে গিয়ে প্রায় ৮শতক জমি লিখে দেন। ওই সময় মোস্তাক মুন্সী,কালাম মুন্সী ও দলিল লেখক কাজল আরোও কিছু দলিলে স্বাক্ষর দিতে বলেন।
ওইসব দলিল পড়ে দেখতে চাইলে এবং কেন আরোও দলিল সৃষ্টি করা হচ্ছে ? জানতে চাইলে তারা উত্তেজিত হয়ে তার ওপর আক্রমন করে দলিলে স্বাক্ষর দেয়ার জন্য হুমকি ও ভয় ভীতি দেখায়। অবস্থা বেগতিক দেখে আব্দুল হান্নান মুন্সী কৌশলে পালিয়ে গ্রামের বাড়ি চলে যান। ওই দিন বিকেলে মোস্তাক মুন্সী তার ওপর আবারও অবৈধ আক্রমন করে।
বাধ্য হয়ে তিনি কালাম মুন্সী,মোস্তাক মুন্সী ও মঈন হাসান কাজল সহ তাদের সহযোগিদের বিরূদ্ধে ফৌজদারী কা:বি: ১০৭ ধারা মোতাবেক মামলা দেন। আসামীরা আদালতে মুচলেকা দেয়ার পরও থেমে নেই, তারা নানাভাবে হুমকি অব্যহত রেখেছে। এমনকি আব্দুল হান্নান মুন্সী’র শহরের লোহাগড়া আর্মী ক্যাম্পের পাশের দামি জমি লিখে নেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাধ্য হয়ে আব্দুল হান্নান মুন্সী উক্ত আসামীদের বিরূদ্ধে বিজ্ঞ আমলী আদালত লোহাগড়া,নড়াইলে মামলা করেছেন।
ক্ষতিগ্রস্থ আব্দুল হান্নান মুন্সী আরোও জানান,কালাম মুন্সী নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায় তার ও তার বোনের নামে মামলা দিয়ে হয়রানী করছেন। নিজেকে ক্ষমতাধর পরিচয় দিয়ে কালাম মুন্সী ঘোষনা দিয়েছেন টাকার জোরে সবকিছু নিজের পক্ষে নিয়ে আব্দুল হান্নান মুন্সীকে দেখে নিবেন। এতে তিনি পরিবার পরিজন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি হয়রানী ও ষড়যন্ত্র থেকে বাঁচতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com