নড়াইলে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

লেখক: Rakib hossain
প্রকাশ: 2 years ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধিনে, নড়াইল সদর উপজেলা প্রশাসন নড়াইল ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর বাস্তবায়নে এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
১১ মে (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সম্মেলন কক্ষে সদর উপজেলা  নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে ও জেলা তথ্য অফিসের সার্বিক সহযোগিতায় এ সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
এর আগে প্রদর্শনী মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন কর্মকর্তারা
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ভূমি কর্মকর্তা এ্যাসিল্যান্ড মোহাম্মদ সেলিম রেজা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাহিদ শাকিল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা,
ভাইস চেয়ারম্যান তোফায়েল মাহমুদ তুফান,এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোহাম্মাদ রোকনুজ্জামান,সদর থানার কর্মকর্তা ওসি ওবাইদুর রহমান, সদর উপজেলা ইঞ্জিনিয়ার মেহেদী হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
error: Content is protected !!