Tuesday, January 14, 2025

নড়াইলে সাংবাদিক সজিবকে কু’পিয়ে জ’খম, মা’মলা দায়ের

Date:

Share post:

নড়াইল প্রতিনিধি:

সময় টিভির সাংবাদিক সজিবুর রহমান সজিব (৩৭)-কে কুপিয়ে জখমের ঘটনায় ঘটনার ১১ দিন পর মামলা দায়ের হয়েছে। গতকাল ১০ জানুয়ারি (শুক্রবার) রাতে নড়াইল সদর থানায় আহত সাংবাদিক নিজেই মামলাটি দায়ের করেন। এতে অজ্ঞাত পরিচয়ের ৪-৫ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর রাতে সজিব লোহাগড়া উপজেলা থেকে নড়াইল শহরের ভাড়া বাসায় ফিরছিলেন। রাত আনুমানিক ১১টা ৫০ মিনিটে শহরের শেখ রাসেল সেতুর মাঝামাঝি পৌঁছালে অজ্ঞাতনামা ৪-৫ জন তার পথরোধ করে। তাদের মধ্যে একজন পুলিশের লোগোযুক্ত রিফ্লেকটিভ ভেস্ট পরা ছিল এবং অন্যজন নিজেকে নড়াইল জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মুরাদ বলে পরিচয় দেন।

সজিবের পরিচয় জানতে চাইলে তিনি নিজ পরিচয় দেন। এরপর তারা তার সঙ্গে উশৃঙ্খল আচরণ শুরু করেন। এক পর্যায়ে দুইজন সজিবকে হত্যার উদ্দেশ্যে ধারালো চাকু দিয়ে পেটে, হাঁটুর ওপরের অংশে, গোড়ালির ওপরে এবং বাম হাতসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে রেখে হামলাকারীরা মোটরসাইকেলযোগে পালিয়ে যায়।

সজিবের চিৎকারে আশপাশের লোকজন এবং নড়াইল সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করে। অবস্থার অবনতি হওয়ায় সেদিন রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত সাংবাদিক সজিব জানান, “আমি ঢাকায় চিকিৎসাধীন থাকায় মামলা করতে দেরি হয়েছে। তবে দুঃখজনক যে এতদিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার বা সনাক্ত করতে পারেনি। আমি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তি চাই।”

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন। সাংবাদিক সজিবকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা দায়ের হয়েছে। তবে এখন পর্যন্ত কাওকে গ্রেপ্তার করা যায়নি। জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

৯নং ওয়ার্ড বিএনপির সভাপতিকে বয়কট বহি’ষ্কারের আবেদন

সিলেট প্রতিনিধি: সিলেট মহানগরের ৯নং ওয়ার্ড বিএনপির কার্যনির্বাহী কমিটির ৪৮ জন সদস্য ওয়ার্ড সভাপতি আমির হোসেনকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের...

বেনাপোল ইমিগ্রেশনে ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে আ’টক

বেনাপোল প্রতিনিধি: বেনাপোল ইমিগ্রেশন থেকে ইডেন কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুস্মিতা পান্ডে (২৫) এবং তার ভাই ছাত্রলীগ কর্মী সত্যজিৎ...

কালীগঞ্জে ১৪ কৃষি উদ্যোক্তা পেলেন সম্মাননা

কালীগঞ্জ, ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১৪ জন তরুণ কৃষি উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান করেছে বেসরকারি সাহায্যকারী সংস্থা "সিও"। এ...

কুয়াদায় টেন্ডার ছাড়াই গাছ বিক্রি দ্বিতীয় দফায় ত’দন্তে জেলা পরিষদের কর্মকর্তা

স্টাফ রিপোর্টার: যশোরের কুয়াদায় টেন্ডার ছাড়াই ২/৩ লাখ টাকার গাছ মাত্র ৫৫ হাজার টাকায় বিক্রির ঘটনায় ব্যাপক আলোড়ন সৃষ্টি...