সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইলের সৌদি প্রবাসী সাংবাদিক আমিনুর রহমান ও তার পরিবারকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে চন্ডিবরপুর ইউনিয়নের পাইকমারী গ্রামের কামরুল মোল্যার ছেলে ইসহাক মোল্যা (২১) ও মনির মোল্যার ছেলে সজল মোল্যার (২০) এর বিরুদ্ধে। গত১৪ অক্টোবর প্রবাসী সাংবাদিক আমিনুর রহমান কে মোবাইল ফোনে এই হুমকি দেয় ইসহাক মোল্লা ও সজল মোল্লা। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে হুমকির পরেরদিন ১৫ অক্টোবর প্রবাসী সাংবাদিক আমিনুর রহমানের পিতা একই ইউনিয়নের নিধিখোলা গ্রামের খায়রুজ্জামান মোল্যা নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নাম্বার ৬৭৬।অভিযোগের সূত্রে জানা যায়,গত ১৩ অক্টোবর সদর উপজেলার চন্ডিবারপুর ইউনিয়নের পাইকমারী গ্রামে দু’গ্রুপের সংঘর্ষের ঘটনার ভিডিও ফুটেজ ও তথ্য চিত্তের অনুসন্ধান ভিত্তিক নিউজটি বিভিন্ন পত্র পত্রিকাসহ আমিন টেলিভিশনে প্রচারিত হলে পরদিন অভিযুক্ত ইসহাক ও সজল ফেসবুক ম্যাসেঞ্জারে প্রবাসী আমিনুরকে অসভ্য ভাষায় গালিগালাজ করে এবং তার মা বাবাকে হহ্যার হুমকি দেয়। যার অডিও কল লিস্ট সংরক্ষিত রয়েছে। এবিসয়ে নড়াইল সদর থানার ওসি ওবায়দুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছি।