নড়াইলে সন্ত্রাসী দের হামলায় অন্তঃস্বত্বা মহিলাসহ দুইজন আহত

লেখক: Rakib hossain
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের পার্শ্ববর্তী মঙ্গলপুর গ্রামে ভূমি বিরোধের জের ধরে একজন অন্তঃস্বত্বা মহিলাসহ দু জন মহিলাকে পিটিয়ে আহত করেছে এলাকার একদল চিহ্নিত সন্ত্রাসীরা । এ সময় সন্ত্রাসী রা  ওই দু’জন মহিলার কাছ থেকে প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। আহতদের প্রতিবেশী রা উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করেছে।
২২ জুলাই শনিবার বিকালে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে জমি জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বিকাল ৪টার দিকে ওই গ্রামের নথু মোল্যার ছেলে, ইকরাম মোল্যা মোবাইল ফোনের মাধ্যামে একই গ্রামের সুরুজ আলী মোল্যার তিন মাসের অন্তঃস্বত্বা স্ত্রী রেনুজা বেগম (২৪) ও তার শাশুড়ী গোলজান বেগম(৭০)কে জমির কাগজপত্র দেখার জন্য ডেকে নেয়।
খবর পেয়ে ওই দুজন মহিলা ইকরাম মোল্যার বাড়িতে গেলে জমির কাগজপত্র দেখানোকে কেন্দ্র করে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইকরাম মোল্যা, তার মা সুফি বেগম, বোন ডলি ও শিউলি পরস্পর যোগসাজসে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় হামলাকারী অভিযুক্তরা ওই দুজন মহিলার পরিহিত প্রায় ৩ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নেয়।
পরে তাদের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এবং  আহতদেরকে উদ্ধার করে সন্ধায় চিকিৎসার জন্য  লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় রাতেই ভুক্তভোগী রেনুজা বেগম বাদী হয়ে ৪ জনকে আসামি করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে।
হামলা ও মামলার বিসয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন এর কাছে জানতে চাইলে,তিনি বিসয়টি নিশ্চিত করে বলেন, অন্তঃস্বত্বা মহিলার ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। এবং অভিযুক্ত দের গ্রেফতার করতে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।
error: Content is protected !!