নড়াইলে সনাতন ধর্মাবলম্বী দের আয়োজনে সাত দিনব্যাপী রথযাত্রা মহোৎসব

লেখক: Rakib hossain
প্রকাশ: 5 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে নানা আয়োজনের মধ্যে দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৭ জুলাই (রোববার) বেলা ১২ টার দিকে সর্বমঙ্গলা মন্দির হতে রথযাত্রা শুরু হয়ে বাধাঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরে এসে শেষ হয়। এসময় সর্বমঙ্গলা মন্দিরের সাধারণ সম্পাদক স্বপন ঘোষ, বাধাঘাট কেন্দ্রীয় দূর্গা মন্দিরের সভাপতি অসিম কাপুড়িয়া, সাধারণ সম্পাদক সরকার নিলাংশু শেখর নীপু, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ উপস্থিত ছিলেন।

সনাতনী রীতি অনুযায়ী, প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হয় জগন্নাথদেবের রথযাত্রা। আগামী ১৩ জুলাই উল্টো রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর।

তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।

error: Content is protected !!