সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইল পৌরসভার ভওয়াখালী ৫নং ওয়ার্ডে ভিতর সড়ক দূর্ঘটনায় ড্রাইভারের মৃত্যু, মেয়র আঞ্জুমান আরাসহ ৩জন গুরুতর আহত।নিহত গাড়ির ড্রাইভার শহরের মহিষখোলা গ্রামের নিরাপদ কর্মকারের ছেলে সুজন কর্মকার (৩৪) জানা গেছে,০৫ নভেম্বর (রবিবার) সকালে মেয়র আঞ্জুমান আরা, কাউন্সিলর ইপি রানী, পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ জামান, আওয়ামীলীগ নেতা মেশকাতুজ্জামান লিটু সহ ঢাকা থেকে আগত প্রকল্প কর্মকর্তা দের নিয়ে বাহির ডাঙ্গা সুইপার দের পুনর্বাসন কেন্দ্র দেখতে জান।সেখান থেকে ফেরার পথে বেলা ১.৩০ মিনিটের সময় ভওয়াখালী লাবু বিশ্বাসের বাড়ির সামানের মোড়ে ড্রাইভার তার গাড়ির গতির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সামনের বাড়ির দেওয়ালে মেরে দেয়। এবং ঘটনা স্থলে গাড়ির ড্রাইভার মারা যায়। এ-সময় স্থানীয়রা দৌড়ে এসে গাড়িতে থাকা আহত পৌর মেয়র আঞ্জুমান আরা কাউন্সিলর ইপি রানী পৌরসভার হিসাব রক্ষক মোহাম্মদ জামান ও মেশকাতুজ্জামান লিটু কে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসে। পরে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মেয়র আঞ্জুমান আরার পায়ে মারাত্মক ইনজুরি হওয়ায় তাকে যশোর পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।