সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে টিউশন ফি ২০২৪ নির্ধারণে ও বাস্তবায়নে জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১ লা ডিসেম্বর (রবিবার) বিকালে জেলা প্রশাসক কার্যালয়-এর সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে নড়াইল জেলা অতিরিক্ত প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেল, নেজারত ডেপুটি কালেক্টর মোঃ জিসান আলী, জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহাঙ্গীর আলমসহ জেলার বিভিন্ন উপজেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা নীতিনির্ধারক, প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে টিউশন ফি নির্ধারণের বিষয়ে সরকারের জারিকৃত সর্বশেষ পরিপত্রটির নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়।
উল্লেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (স্কুল, স্কুল এন্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ ও ডিগ্রী কলেজের উচ্চ মাধ্যমিক স্তর) এর টিউশন ফি নীতিমালা-২০২৪’ শীর্ষক আট পৃষ্ঠাবিশিষ্ট এ পরিপত্রটি গত ২৭ অক্টোবর, জারি করা হয়েছিলো।
আলোচনাকালে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি, পরীক্ষা ফিসহ আনুষঙ্গিক অন্যান্য ফি আদায়ের ক্ষেত্রে নড়াইলের বাস্তবতা ও অভিভাবকদের আর্থিক সঙ্গতি বিবেচনাপূর্বক যথাসম্ভব যৌক্তিক হার নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
সেই সাথে আজকের সভায় নড়াইল জেলার প্রত্যন্ত এলাকা পর্যন্ত সর্বত্র বিদ্যমান বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, মেয়েদের জন্য স্বতন্ত্র খেলার মাঠসহ বয়স ইত্যাদি নির্বিশেষে কোমলমতি শিক্ষার্থীদের সুস্থ বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করা, সকল পর্যায়ের পরীক্ষার হলে যথাযথ নিয়মতান্ত্রিক তদারকি নিশ্চিত করা এবং দক্ষ, কর্মনিষ্ঠ ও আন্তরিক শিক্ষক-শিক্ষিকা নিয়োগে উদ্যোগী হওয়ার ওপর আলোকপাত করা হয়।