প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২০, ২০২৩, ৪:৩১ অপরাহ্ণ
নড়াইলে শয়ন শেখ নামে ১৩ বছরের কিশোর কে হত্যা। সন্দেহ জনক গ্রেফতার -১ জন
নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধি খোলা গ্রামের শয়ন শেখ নামে এক ১৩ বছরের কিশোর কে জত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শয়ন শেখ নাজমুল শেখ এর ছেলে।
২০ জুলাই (বৃহস্পতিবার) সকালে প্রতিবেশী শহিদ মোল্লার ভিটের উপর থেকে প্রতিবেশী আব্দুল্লার দেওয়া তথ্য মতে শয়ন শেখ নামে ১৩ বছরের এক কিশোরীর মৃত দেহ উদ্ধার করেছে পুলিশ।
সরজমিনে গিয়ে জানা যায় সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নিধি খোলা গ্রামের নাজমুল শেখ এর ১৩ বছরের ছেলে শয়ন শেখ গতকাল ১৯ জুলাই বুধবার সন্ধ্যার পরে পার্শ্ববর্তী নিধি খোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানে যায়।
এসময়র পূর্ব পরিকল্পিত ভাবে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা একই গ্রামের প্রতিবেশী শহিদ মোল্লার ভিটের উপরে নিয়ে তাকে নিশংস ভাবে হত্যা করা হয়। পুলিশ নিহত শয়ন শেখ এর পাশে থাকা দুটি স্প্রিটের মুটকি ও একজোড়া স্যান্ডেল জব্দ করে।
এবিসয় নিহত শয়ন শেখ এর পিতা নাজমুল শেখ ও তার মায়ের কাছে তার ছেলেকে কে বা কারা মেরে ফেলতে পারে জানতে চাইলে তিনি বলেন, আমার বা আমাদের পরিবারের সাথে তেমন কোন বিরোধ নেই। তবে গত ১৫-২০ দিন আগে আমার ছেলে শয়ন বাড়ির পাসে চায়ের দোকানে পাওনা টাকা চাওয়া নিয়ে একই গ্রামের উজ্জ্বল খা এর সাথে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এমনকি শয়নকে মেরে ফেলার হুমকিও দেয়।
এবিসয়ে আমার ছেলে বাড়ি এসে আমাকে ও তার মাকে সব বলে। কিন্তু এ সামান্য বিসয় নিয়ে আমার ছেলেকে মেরে ফেলবে এটা দুঃখ জনক। আমি এ বিসয়ে আইনি প্রক্রিয়ায় তদন্ত্র সাপেক্ষে প্রকৃত খুনির বিচার দাবি করছি।
এবিসয়ে নিহত শয়নের এক ভাই সাংবাদিক দের জানান, শয়নের নিহত হওয়ার পেছনে স্থানীয় এলাকার প্রভাবশালী ক্রাইম সম্রাট একাধিক মামলার আসামী উজ্বল খা এবং সন্দেহ ভাজন গ্রেফতার হওয়া পশ্চিম পাড়ার বাসিন্দা কুবাদ মোল্লার ছেলে করিম মোল্লার যোগসূত্র থাকতে পারে।
আবার একই গ্রামের বাসিন্দা করিম মোল্লা ওইদিন রাতে রোমানের বাড়িতে ঘুমাতে যায়। এনিয়ে পুলিশ ও র্যাব রোমানকেও জিজ্ঞাসাবাদ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখন ঘটনার সত্যতা বা প্রকৃত দোশি কে নিশ্চত হওয়া যায়নি।
কপিরাইট © নিউজ বিডি জার্নালিষ্ট ২৪- ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত। সম্পাদক : মোঃ রাকিব হোসেন, বার্তা সম্পাদক: চম্পা বিশ্বাস, প্রকাশক: মুহাঃ মোশাররফ হোসেন,প্রধান উপদেষ্টা: মো: বেল্লাল হাওলাদার, সহযোগী সম্পাদক: মোঃ আল ইমরান, , 01550040372 E-mail: newsbdjournalist24@gmail.com