নড়াইলে যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন  কেন্দ্র করে সাংবাদিকদের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মতবিনিময়

লেখক: Rakib hossain
প্রকাশ: 6 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামী যুবলীগ নড়াইল জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনকে সফল করতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে কেন্দ্রীয় যুবলীগের নেতৃবৃন্দ।

২৪ মে (শুক্রবার) দুপুরে শহরের ধোপা খোলা মোড়ের   পালকি কমিউনিটি সেন্টারে জেলা যুবলীগ আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ফরহাদ হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোঃ গাউছুল আজম মাসুমের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত কুমার পাল ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ এবং আন্তজার্তিক বিষয়ক সম্পাদক কাজী সরোয়ার হোসেন প্রমুখ। এ সময় কেন্দ্রীয় কমিটি ও নড়াইল জেলা যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বক্তারা সুষ্ঠভাবে সম্মেলনের মাধ্যমে একটি যোগ্য কমিটি উপহার দেয়ার কথা জানান। এ ছাড়া সভায় দীর্ঘ ২৯ বছর পর নড়াইল জেলা যুবলীগের সম্মেলন সফল করতে সাংবাদিকদের কাছ থেকে বিভিন্ন পরামর্শ করেন।

সভায় জানানো হয়,আগামি ২৮ মে নড়াইলের সুলতান মঞ্চ চত্বরে অনুষ্ঠিতব্য  বাংলাদেশ আওয়ামী যুবলীগ, নড়াইল জেলা শাখার সম্মেলনের উদ্বোধন করবেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন,বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এমপি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

প্রসঙ্গত,নড়াইল জেলা যুবলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৯৫ সালের ১৮ অক্টোবর। এর ১০ বছর পর ২০০৫ সালের ৩ মার্চ কেন্দ্র ঘোষিত আহবায়ক কমিটি ১৩ বছর চলার পর ২০১৮ সালের ৪ মার্চ ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ২০২৩ সালের আগষ্ট মাসে জেলা যুবলীগের আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামানকে অব্যাহতি দেয়া হলেও ২১ সদস্য বিশিষ্ট কমিটির বাকিরা বহাল রয়েছেন।

error: Content is protected !!