সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার হবোখালী ইউনিয়নের কাগজীপাড়ার কেডিএমএস দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার যাতায়াতের পথ বন্ধ করে দেয়ার প্রতিবাদে শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর সহোযোগিতায় এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ আগস্ট (মঙ্গলবার) সকাল সাড়ে ১১ টার দিকে
উল্লেখিত মাদ্রাসার সামনের নড়াইল-মাগুরা প্রধান সড়কের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন।
এ সময় বক্তব্য প্রদান করেন মাদ্রাসা ম্যানেজিং কমিটি সভাপতি মো. আলীমুজ্জামান, সুপার মাওলানা কেএম আফছার উদ্দিন, সহকারী শিক্ষক মো. নওশের আলী, মো. নাজিমুদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, ১৯৭৮ সালে এলাকাবাসির প্রচেষ্টায় নড়াইল সদর উপজেলার কাগজীপাড়া গ্রামে এ মাদ্রাসাটি স্থাপিত হয়। পর্যায়ক্রমে দাখিল মাদ্রাসায় পরিণত হয়েছে।
নড়াইল-মাগুরা সড়ক সংলগ্ন কাগজীপাড়া গ্রামের লোকজন ও মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা দীর্ঘ ৪৫ বছর যাবত দু’টি কাচা রাস্তা দিয়ে মাদ্রাসা ও গ্রামের বিভিন্ন বাড়ি যাতায়াত করে আসছে। সাধারণ জনগন ও শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের গুরুত্বপূর্ণ এ পথ দু’টি হঠাৎ করে গত ১৩ আগষ্ট বন্ধ করে দেয় কাগজীপাড়া গ্রামের ইকরাম মোল্যা, জাকারিয়া মোল্যা, মশিয়ার মোল্যা, শফিউল আজম তুর্য সহ আরোও কয়েকজন মিলে, মাদ্রাসায় যাতায়াতের পথ না থাকায় মাদ্রাসা বন্ধ রয়েছে। এতে পাঠদান কার্যক্রম বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হচ্ছে।
শুধু তাই নয় এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অভিযুক্তদের বড়ো কোন ঝামেলার সৃষ্টি হতে পরে। তাই মাদ্রাসা কতৃপক্ষ নড়াইল জেলা প্রশাসনের কাছে দ্রুত সমাধানের আশু হস্তক্ষেপ কামনা করছেন।