সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের ইউপি সদস্য উৎপল বিশ্বাসের বিরুদ্ধে মন্দিরে দূর্গা পূজা করার নামে জি আর প্রকল্পের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। যানা গেছে, হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গা পূজা উপলক্ষে সরকারের দেওয়া বিভিন্ন পূজা মন্দিরে জি আর প্রকল্পের পাঁচ শত মেঃ টন চাউল বরাদ্দ প্রদান করা হয়।বরাদ্দ কৃত অর্থের টাকা দিয়ে পূজায় আগত ভক্ত বৃন্দের প্রসাদ ক্রয় করা হয়। কিন্তু সুচতুর এই ইউপি সদস্য দীর্ঘ দিন ধরে আগদিয়া ক্লাবে দূর্গা উৎসব দেখিয়ে দূর্গা পূজার এই বরাদ্দ কৃত অর্থ উত্তোলন করে সমুদয় টাকা নিজের পকেট গরম করেন। শুধু এই বছর নতুন নয়। বিগত সময়ে ও তিনি এভাবে টাকা উত্তোলন করেছেন। এছাড়াও বিগত সময়ে বিভিন্ন ধর্ম অনুষ্ঠান দেখিয়ে তিনি জি আর প্রকল্পের চাল উত্তোলন করেছেন কিছু কোন ধর্মীয় অনুষ্ঠান করেনি।বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে জানাজানি হলে বিষটি ভিন্ন খাতে প্রভাবিত করতে ওই ক্লাবে বাসন্তী পূজা করা হবে মর্মে বিভিন্ন মহলে জাহির করেন।এ বিসয়ে স্থানীয় বাসিন্দারা জানান, ওই মন্দিরে আগে পরে কখন ও বাসন্তী পূজা হয়নি। এবার ও পূজা করার বিষয়ে কেউ জানে না। মন্দিরের সভাপতি উৎপল বিশ্বাস নিজেকে বাঁচতে এই অজুহাত খাড়া করেছেন।অভিযোগের বিষয়ে ইউপি সদস্য উৎপল বিশ্বাসের কাছে জানতে চাইলে তিনি বলেন, বরাদ্দ কৃত অর্থ উত্তোলন করা হয়েছে। তবে দূর্গা পূজা করা হয়নি। এ বিষয়ে পূজা উদযাপন পরিষদের সদর উপজেলার সাধারণত সম্পাদক রাজা সাহা বিষয়টি জানেন। এতে আমার কিছু হবে না। এছাড়া পূজা উদযাপন কমিটির ও সাধারণ সম্পাদক অমিত সাহা রাজাসহ সকলেই আমাকে লিখিত দিয়েছেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, পূজা না করে টাকা উত্তোলন করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।