নড়াইলে ভোক্তা অধিকার ৯টি প্রতিষ্ঠান কে জরিমানা করেছে।
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি: নড়াইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভিন্ন ভিন্ন অপরাধে মোট ৯টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। নোংরা পরিবেশ, বিএসটিআই কতৃক নিষিদ্ধ কসমেটিক্স, খাবারে কেমিক্যাল মিশ্রিত পত্রিকার কাগজ ব্যবহার, আমদানীকারকের সিল না থাকায় প্রতিষ্ঠানগুলোকে ১৪ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
১৭ মে (বুধবার) সকাল ১০ থেকে থেকে দুপুর পর্যন্ত নড়াইল সদরের শিল্পকলা চৌরাস্তা মোড়, পুরাতন বাস টার্মিনাল ও রুপগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
এসময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিকের নেতৃত্বে সদর থানার পুলিশ সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।
নিষিদ্ধ ও নকল প্রসাধনী বিক্রি, আমদানীকারকের সিল না থাকা ও খাবারে খবরের কাগজ ব্যবহারসহ বিভিন্ন অপরাধে ৩৭, ৪১ ও ৪৩ ধারায় ওইসব প্রতিষ্ঠানে জরিমানা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মেসার্স আর এন গিফট কর্ণার ১ হাজার টাকা, মেসার্স লামিম স্টোর ৫০০ টাকা, মেসার্স কেয়া কসমেটিক্সকে ২ হাজার, মেসার্স সততা হোটেল এন্ড রেষ্টুরেন্ট ১ হাজার, মেসার্স নিপম স্টোরকে ৫ হাজার, মেসার্স উপহার স্টোরকে ২ হাজার, মেসার্স রিপন স্টোরকে ২ হাজার ও মেসার্স অর্ণব গিফট কর্ণার কে ১ হাজার সহ মোট ১৪ হাজার ৫ শত টাকা জরিমানা করে আদায় করা হয়।
অভিযান শেষে ভোক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক সাংবাদিক দের জানান, সধারণ জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে