সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার শেখ হাটি ইউনিয়নের গুয়া খোলা গ্রামের মৃত্যু কার্তিক মৈত্রের ছেলে ভূমিদস্যু সূজিত মৈত্র (৫২) এর হিস্র থাবায় ভিটে বাড়ি ছেড়ে মানুষের দ্বারেদ্বারে বিচার চেয়ে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন আপন ভাই অজিত মৈত্র।
১০ জানুয়ারি (বুধবার) দুপুরে অজিত মৈত্র তার নিজ গ্রাম গুয়াখোলার বাড়িতে সাংবাদিক দের দেওয়া এক সাক্ষাৎ কারে সুজিত মৈত্রর বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আমি অজিত মৈত্র পিতা মৃত্যু কার্তিক মৈত্র (৫০)গ্রাম গুয়া খোলা থানা জেলা নড়াইল সদর নড়াইল। আমি ব্যাবসা বানিজ্যের কাজে বিভিন্ন সময় বাইরে থাকায় আমার ভাই সুজিত মৈত্র আমার বাবার রেখে যাওয়া বসত বাড়ি সহ বিল মাঠের সকল জমি জ্বাল জালিয়াতি করে দলিল বালিয়ে দীর্ঘদিন ভোগ দখল করিয়া আসছে।
এ অবস্থায় আমি প্রতিবেশী দের মাধ্যমে বিষয়টি জানতে পের আমার ভাই সুজিত মৈত্রর কাছে আমার জমির অংশ দাবি করলে সুজিত মৈত্র ও তার ছেলে সমির মৈত্র(২২) তার নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে আমাকে ও আমার পরিবারকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় আমার পরিবারকে বাঁচাতে কলকাতায় রেখে আসি।
ইতিমধ্যে আমার ভাই সুজিত মৈত্র আমাকে আমার নিজ নামের রেখে যাওয়া সকল সম্পত্তি থেকে এবং আমার বসত বাড়ি ভেঙে সেখানে আলিসান বাড়ি বানিয়েছে। শুধু তাই নয়, এসব বিষয়ে জানতে গত ৯ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় আমি আমার নিজ গ্রামের গুয়া খোলার বাড়িতে প্রবেশ করতে গেলে আমাকে ও আমার ছেলে কে সুজিত মৈত্র ও তার ছেলের গুন্ডা বাহিনী কে নিয়ে চড়াও হয়ে আমাদের রামদা দিয়ে কোপাতে আসে। এসময় স্থানীয় বাসিন্দা ও শেখহাঠি ফাঁড়ির সহযোগিতায় কোন রকম জীনব নিয়ে পালিয়ে পার্শ্ববর্তী এক আত্নীয়র বাড়িতে রাত্রি যাপন করি।
অজিত মৈত্র সাংবাদিক দের আরও জানান, আমি আমার নিজ জমির দলিল কৃত ও হাল নাগাদ রেকর্ডিয় সম্পত্তির মালিকানা বুঝে নিতে সমাজের সর্বস্তরের জনগন ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ দের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। এবং আমার পরিবারের সকলের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে ভূমিদস্যু সুজিত মৈত্র ও তার ছেলের গুন্ডা বাহিনীর হাত থেকে বাঁচতে সকলের সহযোগিতা কামনা করছি।
তবে সুজিত মৈত্র অজিত মৈত্রের দেওয়া সকল অভিযোগ অশিকার করে বলেন, আমার ভাই অজিত মৈত্রের সকল সম্পত্তি বিক্রি করে পরিবার নিয়ে বেশ আগেই কলকাতা চলে গেছে। এখানে তার কোন জমিজমা নাই। সুজিত মৈত্র আরও বলেন, এ সকল জমি জমার বিষয় অজিত মৈত্র আমাকে বিভিন্ন সময় বিভিন্ন নাম্বার দিয়ে হুমকি ধামকি মারে। এরই ধারাবাহিকতায় গত ৯ জানুয়ারি হটাৎ করে সন্ধ্যায় অজিত মৈত্র ও তার ছেলে গুয়া খোলা আমার বাড়িতে এসে আমাকে বিভিন্ন ভাবে গালি গালাচ করে। তাদের উচ্চস্বরে আওয়াজ শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে বিসয়টা অবগত করলে পুলিশ এসে উভয়পক্ষ কে শান্তি বজায় রাখার নির্দেশ দেন। এবং দুই পক্ষ কে আগামী ১১ জানুয়ারি সমাধানের জন্য ফাড়িতে হাজির থাকার জন্য বলেন।