সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মাদ হাসিবুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করেছে।
১২ সেপ্টেম্বার বেলা সাড়ে ১১ টার দিকে মুলিয়া ইউনিয়নের স্থানীয় এলাকাবাসীর আয়োজনে হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় চত্বরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব বিশ্বাসের অপসারণ চেয়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের গনিতের শিক্ষক কাঞ্চিরাম বিশ্বাস, ওয়ার্ড সদস্য সুজন গাইন, জগন্নাথ বিশ্বাস, প্রিয়াঙ্কা বিশ্বাস, অনিমেষ বিশ্বাস, কার্ত্তিক মহলদার, বৃষ্টি বিশ্বাস, লিটন মজুমদার, সঞ্জয় রায়, সৈলেন মহলদার প্রমুখ। বক্তারা বলেন, হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি সময়ে ৪র্থ শ্রেণীর কর্মচারী পদে ৩টি নিয়োগ হয়েছে।
এ নিয়োগে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাসিবুর রহমান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণপদ সাকারির ছেলে দীপক সাকারি, বিদুৎসাহী সদস্য মনোরঞ্জন বিশ্বাস এর যোগসাজশে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে দুর্নীতি করে নিয়োগ দিয়েছেন।
বানিজ্যকৃত অর্থ বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যায় করার দাবি জানিয়ে বক্তারা বলেন, নিয়োগে টাকা নেওয়ার বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কৃষ্ণপদ সাকারি জনসম্মুখে শিকার করেছেন যার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে। নিয়োগ থেকে নেওয়া টাকা বিদ্যালয়ের উন্নয়ন কাজে ব্যায় করে হবে অথবা ওই নিয়োগ বাতিল করে প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে।
এ বিষয়ে হিজলডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ হাসিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই, আমি কিছু জানিনা। নিয়মতান্ত্রিক ভাবে অফিসিয়াল সিস্টেম অনুযায়ী কাজ করে আমি বসে আছি। এ বিষয়ে জানতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছেলে দীপক সাকারি ও
বিদুৎসাহী সদস্য মনোরঞ্জন বিশ্বাসকে মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।
নড়াইল জেলা শিক্ষা অফিসার মোহাম্মাদ জাহাঙ্গীর আলোম জানান, এ বিষয়ে আমরা আগে একটা লিখিত অভিযোগ পেয়েছিলাম কিন্তু বিদ্যালয় পরিচালনা কমিটির বিরুদ্ধে মামলা থাকায় তদন্ত করা সম্ভব হয়নি। তবে বিদ্যালয়ে স্থানীয় এলাকাবাসী দের বিক্ষোভ সম্পর্কে কিছু জানিনা।