নড়াইলে বিপুল পরিমাণে রেল প্রজেক্টের চোরাই মালামালসহ গ্রেফতার ১ 

লেখক: Champa Biswas
প্রকাশ: 9 months ago

সাজ্জাদ তুহিন,নড়াইল প্রতিনিধি:

নড়াইল লোহাগড়ায় রেল লাইন পজেক্টের কাজে ব্যবহৃত প্রায় ১৪ টন চোরাই মালামালসহ উজ্জল শেখ (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে লোহাগড়া উপজেলা থানা পুলিশ।

৪ মার্চ (সোমবার) ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকা থেকে চোরাই ট্রাক ভর্তি মালামালসহ উজ্বল শেখ কে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত উজ্জল শেখ কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকার বাবু মিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাতের দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বসুপটি এলাকায় রেল প্রোজেক্টের চোরাইকৃত বিভিন্ন যন্ত্রাংশ একটি ট্রাকে ( যশোর-১১-৩১৮৪ ) বোঝাই হচ্ছিল। এ সময় গোপন সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল চোরাই মালামাল বোঝাইকৃত ট্রাকটিসহ উজ্জ্বল শেখকে আটক করে থানা হেফাজাতে নিয়ে আসে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় গ্রেফতারের বিষয় নিশ্চিত করে বলেন, চুরি হওয়া প্রজেক্ট এর সম্পূর্ণ যন্ত্রাংশ অবৈধভাবে বিক্রি হচ্ছিল। এই মাল অকশন ছাড়া বিক্রয়ের কোনো সুযোগ নেই। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

error: Content is protected !!