নড়াইলে বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত
লেখক:
সাজ্জাদ তুহিন, নড়াইল প্রতিনিধি প্রকাশ: 2 weeks ago
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলের প্রখ্যাত চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের আয়োজনে কবির ৩৯ তম প্রয়ণ দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (সোমবার) বিকালে নড়াইল জেলা প্রশাসক এর কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে এ প্রস্তুতি মুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস ও ভারপ্রাপ্ত নেজারত ডেপুটি কালেক্টর সঞ্জয় ঘোষ।এছাড়াও উপস্থিত ছিলেন, চারণ কবি বিজয় সরকার ফাউন্ডেশনের সাথে জড়িত ব্যক্তিবর্গ, শিল্পী, সাহিত্যিক, ভক্ত-অনুরাগীগণ ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন।
এর আগে প্রস্তুতি মুলক আলোচনা সভায় কবি বিজয় সরকারের ৩৯তম প্রয়াণ দিবস পালনের অংশ হিসেবে সম্ভাব্য নানাবিধ আনুষ্ঠানিকতার বিষয়ে মতবিনিময়সহ
কবির আরও পরিচিত ও জনপ্রিয় করে তুলতে সম্ভাব্য করণীয় সম্পর্কে আলোকপাত করা হয়।