নড়াইলে বাল্যবিবাহ প্রতিরোধে পদযাত্রা পথসভা ও পথ নাটক মঞ্চস্থ

লেখক: Rakib hossain
প্রকাশ: 9 months ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:

নড়াইলে বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা শেখ হাসিনার বারতানারী-পুরুষ সমতা এই প্রতিপাদ্যকে সামনে রেখে নারী ও শিশুর প্রতি সহিংসতা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরী ক্লাবের সদস্য ও অভিভাবকদের সমন্বয়ে বিভিন্ন প্লাকার্ড সহযোগে এ  পদযাত্রা, পথসভা ও পথনাটক অনুষ্ঠিত হয়েছে।

২৮ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর, নড়াইলের আয়োজনে সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে বাল্যবিবাহ প্রতিরোধে কিশোর-কিশোরদের একটি পথনাটক ও বাল্যবিবাহ প্রতিরোধের উপর আলোচনা সভা হয়।

আলোচসা সভায় নড়াইল মহিলা বিষয়ক অধিদপ্তরের  উপপরিচালক মৌসুমী রানী মজুমদার কিশোর- কিশোরীদের উদ্দেশ্যে বলেন,বাল্যবিবাহের ফলে অল্প বয়সেই গর্ভধারণ করে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয় কিশোরীদের। বেশিরভাগ সময় পুষ্টিহীনতায় ভুগতে থাকে মা ও শিশু দুজনই। বাল্যবিবাহ, যৌন হয়রানি এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা-এসব সমস্যা থেকে মুক্তি পেতে প্রয়োজন সবার সচেতনতা বোধ।

এ সময় উপস্থিত ছিলেন দেবভোগ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিশর কান্তি রায়, প্রধান শিক্ষক কৃষ্ণ বিশ্বাস ও স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও কিশোর-কিশোরীরা উপস্থিত ছিলেন।

error: Content is protected !!