নড়াইলে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর আয়োজনে ও সার্বিক সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ ডিসেম্বর (সোমবার) দুপুরে নড়াইল জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর প্রধান অতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়-এর সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) ঢাকা-এর সার্বিক সহযোগিতায় সহযোগী সংস্থাগুলোর আয়োজনে এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪’ পালনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময়ে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অতিরিক্ত প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরীসহ বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগী বিভিন্ন সংস্থার কর্মকর্তা প্রতিনিধি ও নানান বয়সী উপকারভোগীগণও উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সরকারি দপ্তরগুলোর নিয়মিত নাগরিক সেবামূলক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সক্রিয় বেসরকারি সংস্থাগুলোর জনহিতকর কর্মকাণ্ডের সমন্বয় সাধনের মধ্য দিয়ে নড়াইলের বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময়ে তিনি আজকের সভায় তৃণমূল পর্যায় থেকে বয়স, পেশা, আর্থসামাজিক অবস্থান ইত্যাদি নির্বিশেষে প্রান্তিক নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন। সেই সাথে বেসরকারি সংস্থাগুলোর কল্যাণমুখী কর্মকাণ্ডে যথাসম্ভব সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাসও দেন।
সভায় বিএনএফ-এর সহযোগী সংস্থাগুলোর সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করা হয়। এসময়ে আগত উপকারভোগীদের জীবন সংগ্রাম, আয়বর্ধক কর্মকাণ্ডের মাধ্যমে কর্মসংস্থানের গল্প ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার পথে উল্লেখযোগ্য বিভিন্ন অভিজ্ঞতার কথা অতিথি বৃন্দের সামনে উপস্থাপন করা হয়।
এর আগে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে আজকের ‘বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪’ উদযাপনের অংশ হিসেবে জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।