নড়াইলে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের  ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: mosharraf hossain
প্রকাশ: 1 year ago

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি:
নড়াইলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
২৭ জুলাই (বৃহস্পতিবার) সকালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নড়াইল সদর ও পৌর শাখার  আয়োজনে মোটরসাইকেল শোভাযাত্রা, আলোচনাসভা ও কেককাটার মধ্যদিয়ে দলটির ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয় ।
এর আগে কয়েকশত মোটারসাইকেল নিয়ে শহরের মেন মেন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন বাসটার্মিনাল দলিয়ো কার্যালয়ে সামনের বঙ্গবন্ধু উন্মন মঞ্চে এস শেষ হয়।
এসময় নড়াইল সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রিয়াজ মাহমুদ মিশামের সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফিরোজ শেখের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব লীগের যুগ্ম-আহব্বায়ক ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস. এম. পলাশ, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ নুরুজ্জামান নান্নু প্রমূখ।
এসময় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ নড়াইল জেলা সাখার সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খোকন কুমার সাহা , নড়াইল জেলা যুব মহিলা লীগের সভাপতি সঞ্চিতা হক রিক্তা এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিলি সিদ্দিকসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
error: Content is protected !!